আমাদের কথা খুঁজে নিন

   

আখড়া বাড়ির গল্প



আখড়া বাড়ির গল্প তোমার হাতছানি আমাকে নিয়ে যায় ধরলার কোল থেকে তিস্তা-পদ্মা পেরিয়ে গড়াই-এর পাড়ে। লালনের সুর আমার পথের ক্লান্তি ভুলে দেয়। আহা! লালন চত্বরে তুমি আর আমি... আমরা দু'জন। তোমার আখড়ায় তপে বসি আমি সন্তজন তোমার ছোঁয়ায় উজ্জীবিত হই অবগাহন নেই তোমার সুরায় সে দিনের সকালটা ছিল বড় কাঙ্ক্ষিত প্রভাতের রোদ্দুর চিকচিক করছিল প্রকৃতিতে মেঘেরা সাদা আর নীলে রাঙিয়েছিল আকাশের ক্যানভাস শুকনো বৃক্ষরা সুবজে সবুজময় হয়ে উঠেছিল গড়াই-এর স্রোতে সুর তুলেছিল হাজার কোকিল আর মজমপুর স্টেশনে হাত বদল হয় রক্ত গোলাপ এবং মুখোমুখি আমরা দু'জন... গড়াই-এর পাড়ে গাছের ছায়ায় উচ্চারিত শব্দাবলি ছলকে পরে নিজেদের তন্ত্রীতে রোদ থেকে বাঁচতে সরে আসা কাছাকাছি আর তোমার হাসিতে ঝরতে থাকে আমার উন্মাদনা। হুড তোলা রিক্সায় ঘুরি তোমার শহর-তোমার পাশে দুপুরের রোদ গড়িয়ে যায়, তুমি ফেরো তোমার আঙিনায় আর সন্ধ্যের গোধুলি আলোর ভেতর আমাকে নিয়ে একটি দ্রুতগামী বাস পাড় হয় লালন সেতু ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.