ছায়াহীন দৃশ্যময় বিচড়ন
জানা নেই মৃত মানুষ গুলো কখন ফিরে পৃথীবীতে, দৃষ্টির বাইরে বিচড়ন বলেই হয়তো দেখি না। রাতের আধারেরও একই খেলা, ঢেকে রাখে সব। হয়তো তখনই মৃত মানুষগুলো কবর থেকে উঠে আসে। তার পরিচিত ঘরে ঢোকে, নেড়ে চেড়ে দেখে তার হারিয়ে ফেলা সব কিছু। স্পর্শ করে তার প্রিয় কারো মুখ।
মৃত মানুষের সাথে জীবীত মানুষের তফাৎ এই, সারা দিনের ক্লান্তি শেষে রাতে তারা শরীর এলিয়ে দেয় পরিচিত বিছানায়।
ঘরে মশারির বাইরে শুধু পনপন করে ঘোরে কিছু পরজীবি মশা। আর তাদেরকে সঙ্গ দেয় মানুষের পরিচিত মৃত মানুষগুলো...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।