আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক রঙ্গ রসিকতা -২

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।

সেন্ট পিটার্স বার্গে এক নাচের অনুষ্ঠানে জার্মান রাস্ট্রনায়ক বিসমার্ক তার নাচের সঙ্গিনীকে মিষ্টি মধুর মিথ্যা প্রশংসা করছিলেন । কিন্তু সঙ্গিনী কিছুতেই গলেননি । : আপনারা কুটনীতিকরা যা বলেন , তা কেউ বিশ্বাস করেন না । :মানে ? -বিসমার্ক কৌতুহল নিয়ে জিজ্ঞেস করলেন ।

:একজন কুটনীতিক "হ্যা" বলার মাধ্যমে "সম্ভবত" বোঝান । "সম্ভবত" বলার মাধ্যমে "না "বোঝাতে চান । আর যদি তিনি "না" বলেন তাহলে তিনি কুটনীতিকই নন । : ম্যাডাম , আপনি ঠিকই বলেছেন , এটা আমদের পেশারই একটা অংশ । কিন্তু আপনাদের মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একেবারে উল্টো ।

: কি ভাবে ? : যখন কোন মেয়ে "না" বলে তখন সে "সম্ভবত" বোঝায় । "সম্ভবত" বলার মাধ্যমে "হ্যা" বোঝায় আর যদি সে "হ্যা "বলে তাহলে সে মেয়েই নয় । ২। জোসেফ আলেকজান্দ্রোভিচ ব্রডস্কি নোবেল পাবার পর এক ঝানু সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন -আমেরিকা ও রাশিয়ার মধ্যে কাকে আপনার ভাল মনে হয় ? ব্রডস্কি গম্ভীর মুখে বললেন -"কাউকেই না , দুটোই হাড়বজ্জাত" । ৩।

এক ম্যাচ ফ্যাক্ট্ররির এক সাধারণ ফোরম্যানকে হঠাৎ রাস্ট্রীয় পুরস্কারের জন্য মনোনিত করা হল । এক সরকারি কর্মকর্তা বিস্ময়াভিভুত ফোরম্যানকে সু- সংবাদটি জানালেন । ফোরম্যান কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে কৌতুহলের সাথে জিজ্ঞেস করলেন "কিন্তু আমিই কেন এই পুরস্কারের জন্য মনোনিত হলাম ?" : কারণ , আপনারই কারণে আমাদের দেশ এক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে । : তা কি করে ? :গত সপ্তাহে একজন সন্ত্রাসী পাশের শহরের পারমানবিক চুল্লিতে আগুন লাগিয়ে দিতে উদ্যত হয় কিন্তু সে সফল হয়নি । : আমি কিন্তু এখনও বুঝতে পারিনি ! : আপনার তত্ত্বাবধানে তৈরি ম্যাচ দিয়ে সে আগুন জ্বালাতে পারেনি ।

৪। ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ফ্রান্সে রাস্ট্রদুত হিসেবে একজনকে পাঠানোর জন্য মনোনিত করলেন কিন্তু যাকে মনোনিত করলেন তার এতটুকু রাস্ট্রদুত হবার খায়েশ নেই । মিন মিন করে তিনি অষ্টম হেনরি কে বললেন , "আপনি যে সংবাদ দেবার জন্য আমাকে পাঠাচ্ছেন সেটা শুনলেই রাজা ফ্রান্সিস আমার মুন্ডূ কাটবেন । : ভেবো না , সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে আমার রাজত্বে যতগুলি ফ্রেঞ্চম্যান আছে তাদের প্রত্যেকের মুন্ডূ কাটবো । : তা কাটবেন মহারাজ কিন্তু সেগুলির একটাও তো আমার ধড়ে ফিট করবে না ! ******************************************************************* দৈনিক জনকণ্ঠে ১৯৯৬ সাল থেকে এই অধমের সিরিজ "লেখক রঙ্গ" এর অন্তভুক্ত হিসেবে ১ নং রঙ্গ ৪ ফেব্রু ২০০৫, ২ নং রং ৭ এপ্রিল ২০০০ , ৩ নং ৩ সেপ্টেম্বর ১৯৯৯ তারিখে প্রকাশিত ।

৪ নং ফ্রেস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.