jante chai onek kichu
কলেজের দিনগুলি আসবে না ফিরে,
মন যেন হারিয়ে যায় অতীত আঁধারে।
ক্লাস ফাঁকি দিয়ে ঐ বটের আড়ালে,
জমতো যে আড্ডাটা সাথীরা মিলে।
দু'টাকার চটপটি লাগতো যে বেশ,
আচার কিনতে গেলে টাকা হত শেষ।
স্যারদের সামনে এলে সাধু সাধু ভাব,
প্রতি দেখায় বলা হত আদাব,আদাব।
যেই দূরে সরে যেত শিক্ষাগুরু,
অমনি সে বাদরামি হত যে শুরু।
দিনগুলি রয়ে গেল স্মৃতির পাতায়,
স্মৃতিগুলি সর্বদা আমাকে কাঁদায়।
পাব না তো হাতড়িয়ে সোনার সে দিন,
সময়ের আড়ালে সে হল যে বিলীন।
অতীত,অতীতই শুধু,নেই তার গতি,
তবুও সে সম্বল,শুধুই স্মৃতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।