jante chai onek kichu
আঁকাবাঁকা পথ ধরে চলে যায় নদী,
পেট ভরে জল নিয়ে যায় নিরবধী।
ছুটে চলে অবিরাম সময়ের মত,
ব্যস্ততা আছে বুঝি তারও কত শত।
বুকভরা আশা নিয়ে ছুটে পথ পানে,
দেখা হবে কবে তবে সাগরের সনে?
রাতদিন জেগে জেগে দেখে স্বপন,
প্রত্যাশা শুধু তার স্বপ্ন পূরণ।
অবশেষে দেখা হবে জানিতো কি কেউ?
মোহনায় তাই উঠে আনন্দের ঢেউ।
কত কাল পার হয়ে এল সেই ক্ষণ,
হল যবে নদী আর সাগরের মিলন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।