আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নপূরণ কবে হবে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

অসহ্য! আমার হাত কেটে যাক, আঙুল খুলে পড়ুক, শরীর পচে যাক, শ্বাস বন্ধ হোক। আমার নষ্ট হোক সব অঙ্গ, ধ্বংষ হোক অন্তর, খাবলে খাক প্রতিটি অক্ষর। বন্ধ হয়ে যাক সোনালী রোদ্দুর, দৃষ্টি নিভে যাক। যন্ত্রণায় দগ্ধ হোক মস্তিস্ক, শিরায় শিরায় প্রবাহিত হোক নীল বিষ। রক্তের প্রবাহ বন্ধ হোক, হৃদপিন্ডের ধুক ধুক আর অনুভূতি স্তব্ধ হোক। আমার ব্লগটি ডিলিট হোক, একটা কথাও আর বলবো না, একটা শব্দও লিখবো না। আমাকে নিষ্কৃতি দাও ব্লগ, আমাকে মুক্তি দাও লেখা! কবে আমার এমন স্বপ্নপূরণ হবে? কবে আমি বিযুক্ত হবো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।