জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
চায়ের কাপে ঝড় তোলা রাত
সিগারেটের ছাইদানিতে অসংখ্য মৃত প্রজাপতি ;
কোথায় গেলো সেইসব দিন
সেইসব পুরনো দিনের স্মৃতি ।
থমকে যাওয়া সেইসব দিন মনে পড়ে কি বন্ধু
মনে কি পড়ে রক্তে আগুন জ্বালা সেইসব স্মৃতি...
তোমরা স্বপ্ন দেখতে চকচকে ভবিষ্যতের
শিশু-পার্কের রেল-রাইডারের মত অবলীলায় ঢুকে যাবে
সীমানার অপারে.....কিংবা সমৃদ্ধ আগামীর পথে.....
মুখ থুবড়ে পড়ে থাকা স্বপ্নেরা কি বিষণ্ন হয়
দিনের আলোর অপেক্ষায় থাকা রাত্রিরা কতটা অসহায়
তোমাদের জানা হয়নি তখনো ; তাই তোমরা
স্বপ্নের রেল-গাড়িতে ভ্রমন-পিয়াসি হতে
ফেরি করতে অসংখ্য স্বপ্নের এক একটি প্রকল্প
স্বপ্ন বানাতে ইচ্ছে মতন যেমন খুশী যখন খুশী ।
আজ তোমরা ভুলেও মনে করনা অতীত বৃত্তান্ত ;
স্বপ্ন তোমাদের নিঃস্ব রিক্ত অসহায় করে দিয়েছে
তোমাদের কল্পনায় এখন আর ঝড় তোলা রাত নেই
বরং বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তোমরা এখন
অনেক বেশী স্বপ্নহীন । অনেক বেশী নিরাবেগী ।
চায়ের কাপে ঝড় তোলা রাত আর নেই
সিগারেটের ছাইদানিতে আর থাকেনা অসংখ্য মৃত প্রজাপতি
তোমরা এখন খোঁজ না আর সেইসব আবেগী দিন
সেইসব পুরনো দিনের স্মৃতি ........।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।