আমাদের কথা খুঁজে নিন

   

গাজায় ইজরাইলি আগ্রাসন : মানবতাবাদের নামে প্রতিবাদী বয়ান সাম্রজ্যবাদী বয়ান হতে বাধ্য

জন্ম

গাজায় ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ সারা বিশ্বে নানান কিছিমের প্রতিবাদ হচ্ছে বলে মিডিয়ায় প্রচার হচ্ছে । সামহোয়ারেও অনেকে প্রতিবাদ স্বরূপ লেখা লিখছেন । চারিদিকে মিডিয়া যুদ্ধের ডামাঢুলে কাউকে খেয়াল করে বলতে বা লিখতে দেখিনি যে, এই সব প্রতিবাদ আদৌ কি প্রতিবাদ । কেন বলছি এই কথা ? কারণ খেয়াল করে দেখবেন যে আর্দশগত অবস্থানের কারনে হামাসের উপর জায়নবাদী রাষ্ট্র ইজরাইল তথা মার্কিন-সৌদি মিত্ররা জাপিয়ে পড়ল সেই আদর্শ গত জায়গায় সহমত কিংবা সামাজ্রবাদী আগ্রাসনের বিপরীত মতাদর্শ হিসাবেও তারা হামাসকে আলোচনায় আনছেন না । বরং তথাকথিত প্রতিবাদকারীরা নিজেদের সামাজ্রবাদ বিরোধী বিপ্লবী দাবী করে তারা জায়নবাদী সাম্রজ্যবাদীদের মতাদর্শীক অস্ত্র মানবতাবাদ; তার দোহাই পেড়ে কথা বলছেন ।

সুতরাং সাম্রজ্যবাদী মতার্দশীক অস্ত্র মানবতাবাদের নামে বা দোহাইয়ে যারা প্রতিবাদী হয়ে উঠেন তারা আদৌ কি প্রতিবাদী ? আমরা জানি রাজনীতির প্রথম বয়ান শত্রু-মিত্র ভেদ জ্ঞান । ইজরাইল এবং হামাস উভয়েই তাদের মতার্দশীক জায়গা থেকে তাদের শত্রু চিহ্নিত করে লড়াই করছে । এই লড়ায়ে অস্ত্র শক্তির দিক থেকে ইজরাইলের পাল্লা ভারী । কিন্তু সাম্রজ্যবাদের বিরোদ্ধে প্রতিরোধ যুদ্ধের মতাদর্শীক এবং সামরিক লড়াইয়ের অবস্থানের দিক থেকে হামাসই এগিয়ে । ফলে মানবতাবাদের নামে প্রতিবাদী বয়ান সাম্রজ্যবাদী বয়ান হতে বাধ্য ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.