একটি সুন্দর সকালের অপেক্ষায়
বাঙ্গালী হিসাবে সবারই কমবেশী লোকাল বাসে চড়ার অভিজ্ঞতা আছে। এরকমই একটি মাজাদার বর্ণনা পড়ুন........................
কুল/বরই গাছ দৃশ্যত যাত্রী বোঝাই অবস্থায় একটি বাংলার ঐতিহ্যবাহী লেকাল বাস সুরু রাস্তাধরে গ্রামের ভাঙ্গা পিচ ঢালাই পথে টালমাটাল অবস্থায় চলছে। চলার পথে রাস্তায় বাসটির সাথে ধাক্কা লেগে একটি ছাগল পাশের পকুরে পড়ে যায়। অত:পর হৃদয়বান বাঙ্গালীগন ড্রাইভার সাহেবকে বিভিন্ন রকম ভাষা ব্যবহার করে বাসটি থামায় এবং বেচারা ছাগলের হাবু-ডুবু দৃশ্য দেখিতে থাকেন এবং আপসোস করতে থাকেন। হঠাৎ এক হৃদয়বান বাঙ্গালী পুকুরের পানিতে ঝাপিয়ে পড়েন এবং বিপদগ্রস্থ ছাগলটি উদ্ধার করে পাড়ে তোলেন।
এখন উপস্থিত বাঙ্গালীগন উক্ত হৃদয়বান বাঙ্গালীকে বিভিন্ন সম্মান সূচক বাক্য ব্যবহার করতে থাকেন। যেমন: আজকালের দিনে এমন মানুষ দেখা যায় না, আপনি একটি ছাগলের জন্য পানিতে ঝাপিয়ে পড়ে ছাগলটির প্রান রক্ষা করেছেন, আরে ভাই আজকাল তো মানুষের জন্য মানুষও তা করেনা। আপনি উদার ভাই, আপনি মহান।
আরে রাখেন আপনার মহান, উদার। কোন শালায় আমারে ঢাক্কা দিছে হেইডা কন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।