আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকেরা কেন সায়েমের মত উদার নয়?

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

সায়েম সাইনের একজন উদারমনা ব্লগার। দলমত নির্বিশেষে সবার সাথেই সদ্ভাব তার। যদিও সে ইসলাম ধর্মাবলী, অন্য ধর্মকে আক্রমন করাকে ব্লগারদের সবসময়ই তিরষ্কার করে এসেছে সে। হিন্দু কিংবা খ্রিষ্টান বন্ধুদের সাথে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহনেও তার বাধা নেই। ব্লগে কোনদিন তাকে গালাগালি করতে দেখা যায়নি।

ধর্ম নিয়ে কোন পোস্ট দিতেও দেখা যায়নি তাকে। নাস্তিকদের সাথেও তার সদ্ভাব। নাস্তিকদের পোস্টে তার স্বতস্ফূর্ত অংশগ্রহন দেখা যায়। নিজের ধর্ম আক্রান্ত হলেও কোনদিন কোন নাস্তিককে আক্রমন করতে দেখা যায়নি তাকে, দেখা যায়নি গালাগালি করতে। সবসময় সংযমের পরিচয় দিয়ে যায় সে।

যে কারো বিশ্বাসকেই সে তুচ্ছ তাচ্ছিল্য করতে তার বিবেকে বাধে। আসিফ সাইনের একজন উদারমনা ব্লগার। দলমত নির্বিশেষে সবার সাথেই সদ্ভাব তার। যদিও সে নাস্তিক অন্য ধর্মকে বিশেষ করে ইসলাম ধর্মাবলীকে আক্রমন করা অন্য নাস্তিক ব্লগারদের সবসময়ই তিরষ্কার করে এসেছে সে। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দুদের পুজামন্ডপে, এমনকি খ্রিষ্টানদের বড়দিনে অংশগ্রহনেও তার বাধা নেই।

ব্লগে কোনদিন তাকে গালাগালি করতে দেখা যায়নি। ধর্ম নিয়ে কোন পোস্ট দিতেও দেখা যায়নি তাকে। ধার্মিক ব্লগারদের সাথেও তার সদ্ভাব। ধর্মীয় পোস্টে তার স্বতস্ফূর্ত অংশগ্রহন দেখা যায়, কিন্তু দেখা যায়না বাজে কোন মন্তব্য করতে। নিজের বিশ্বাস আক্রান্ত হলেও কোনদিন কোন ধার্মিককে আক্রমন করতে দেখা যায়নি তাকে, দেখা যায়নি গালাগালি করতে।

সবসময় সংযমের পরিচয় দিয়ে যায় সে। যে কারো বিশ্বাসকেই সে তুচ্ছ তাচ্ছিল্য করতে তার বিবেকে বাধে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.