আমাদের কথা খুঁজে নিন

   

রিফাত হাসানকে রাজাকারের ধামাধরা বলেই জানি কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতা আছে।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

এই ব্লগটির সব চেয়ে সুন্দর দিক ছিল-মত প্রকাশের স্বাধীনতা। রিফাত হাসানকে সাধারনে নামিয়ে দিয়ে এর সৌন্দর্য্য নষ্ট হয়েছে। ব্লগটির বৈশিষ্ট্ ধংস হবার পথে। সা ই ব্লগ যদি তার "সর্ব মত সহ্য ও ধারন করা"র অতি বিরল এই চরিত্র হারিয়ে ফেলে তাহ'লে তা হবে অত্যন্ত দূ:খজনক।

রিফাত হাসান অবশ্যই একজন রাজাকার-আলবদর সমথর্ক । সে আমার মধ্যে অসহ্য ক্রোধ ও ঘৃনার সৃস্টি করায়। কিন্তু তার অবস্থান নামিয়ে এই ব্লগের চরিত্রহনন অনৈতিক ও অন্যায়। গতকাল 'Sheikh Hasina's Hidden Agenda" নামে আরেকটি উদ্দেশ্যমূলক পোস্ট ছিল। মুছে ফেলা হয়েছে।

থাকলে আমার জবাব সহ আলোচনাটি প্রান্জল হ'ত এবং ব্লগারের স্বরুপ বেরি্য়ে আসতো। রিফাতের আগের অবস্থান ফিরিয়ে দেয়া হোক। কারো কোন পোস্ট মুছে ফেল্লেই বাই ডিফল্টে সে যেন তার অবস্থান না হারায় তার ব্যাবস্থা করা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.