আমাদের কথা খুঁজে নিন

   

রিফাত হাসানের জেন্ডার তত্ত্ব আর প্রাসঙ্গিক অবতারনা...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

রিফাত হাসানের উদ্ভট জেন্ডার তত্ত্ব আর বিবমিষার কাহান পইড়া আমার অনুভূতিমালা মন্তব্যরূপে তার পোস্টে দেওনের খায়েশ হইলো না বইলা আরেকখান পোস্টের জন্ম হইলো... রিফাত হাসানের লেখা আমি মাঝে সাঝে পড়ি...তার লেখা আমার বেশ বুদ্ধিজীবীয় স্বরলব্ধ মনে হয়, যেই স্বরে একজন এলিট বাস করে পরতে পরতে। তিনি যখন নৃবিজ্ঞান ভালোবেসে নারীবাদ নিয়া আলোচনা করবার যান তখন আমি প্রথমেই এই এলিটিয় ভাষায় আটকাইয়া যাই। রিফাত হাসানের ঘোষণামূলক স্বরে শুনতে পাই পুরুষের দম্ভের নিশানা...তিনি বলেন বাঙালী জাতীয়তাবাদ নামের কিম্ভূত দৈত্যের ভাষা এবং বয়ন, বাঙালী জাতীয়তাবাদ নিয়া অনেক সমালোচনার প্রেক্ষিত আছে সেইটা মাইনা নিয়াই রিফাত সাহেবের সমালোচনার ইন্টেনশন আমার কানে ধরা খায় আধিপত্যের প্রচ্ছন্ন ইঙ্গিত নিয়া। আর আধিপত্যের প্রকাশে পুরুষ আছে, থাকে...যেই পুরুষ আসলে কৌশলী...যার কাছে নারী'র জেন্ডারগত আলোচনা নারীর মাতৃত্ব হিসাবে ধরা খায়। যার কাছে রেহনুমা নামক আরেকজন নারীবাদী'র আলোচনা অন্য কোন অর্থে ধরা খায়...যার মর্তবায় রেহনুমার নাকি কাছার কাপড় খুইলা যায়...এইরম পুরুষবাদী রেটোরিক'ও আসলে খুব ভয়ঙ্কর হয় বইলাই আমার ধারণা। তারা নগ্নতারে অপমানের নজীর হিসাবে দেখে...নগ্নতার লগে যৌনবাদী অনুবাদের সংযোগ আছে বইলাই জানি সভ্যতার ইতিহাসে। নারীরে কতোটা হীন, অধঃস্তন দেখতে চাইলে একজন পুরুষ পারে কেবল মাতৃত্বের অবয়বে দেখতে। নারী তার সন্তানের কষ্টে থাকে, অন্যকোন উপলব্ধি যাতে মানুষের মানবিকতা থাকে সেইসবের মধ্যে নারীর গতিবিধি নাই। এইসবরে জেন্ডারবাদী বলাটা যে অপরাধও হইতে পারে সেই বক্তব্য কইতেই এতো সকলের অবতারনা। রিফাত হাসানের বক্তব্য আমার অশ্লীল মনে হয় তার আধিপত্যবাদী স্বরের উপস্থিতিতে, যেইখানে তিনি কেবল উদ্দেশ্য হাসিলের গদ্য লিখেন আওয়ামি ষড়যন্ত্রের আভাষের বিপরীতে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.