আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
মামোর পুস্টো পৈরা আমার
আইলো চুখে জল
বেকার হবার আশংকাতে
মন হলো দুর্বল
আমি আদার ব্যাবসা করি
মামোয় ব্যাচে আলু
প্রথম আলোর মালিক নাকি
মামোর ছুডু খালু
তাইতো মামো স্ব-কার আজো
আমরা বেকার সব
বলগ লেখা বন্ধ করে
সবাই খোঁজো জব।
আলুপাড়া ডুবলো কেনো,
কোথায় আছে গলদ
এই কথাটা বুঝবে বুঝি
মামোর মত বলদ!?!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।