গাজায় হামলা ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা
গাজা উপত্যকায় নৃশংস সামরিক হামলার প্রতিবাদে ভেনিজুয়েলায় নিয়োজিত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, গাজায় বর্বরোচিত হামলার জন্য যুদ্ধাপরাধের দায়ে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরাইলি প্রেসিডেন্টের বিচার হওয়া উচিত।
............
সারা বিশ্ব সোচ্চার হলেও সর্বপ্রথম বলিষ্ঠ ও কার্যকর প্রতিবাদ জানিয়েছে ভেনিজুয়েলা। প্রেসিডেন্ট হুগো শাভেজ রাজধানী কারাকাসে অবস্থিত ইসরাইলি দূতাবাস বন্ধ ঘোষণা করে রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
তাতে বলা হয়, ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে ওই দূতাবাস বন্ধ হয়ে যাবে। এর আগে হুগো শাভেজ ইসরাইলের হামলাকে হত্যাকারীর কাজ বলে নিন্দা জানিয়েছিলেন। তিনি ভেনিজুয়েলার ইহুদিদেরকেও ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলিরা নিরপরাধ মানুষের ওপর বোমা হামলা করছে। তারা কাপুরুষ।
নিরস্ত্র মানুষের ওপর এমন হামলা চালিয়ে সেনারা কি বীরত্বই না প্রদর্শন করছে!
(সূত্র: মানবজমিন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।