মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!
সদরঘাটে এক ভদ্রলোক ভোর বেলা আধো অন্ধকারে চিপা খুজে পেসাব করে পরম শান্তিতে যখন প্যান্টের চেন লাগাচ্ছেন তখনই পিছন থেকে একলোক এসে কলার চেপে ধরল,
-এই মিয়া কই পেসাব করলেন?’
ভদ্রলোক ভ্যাবাচ্যাকা খেয়ে ভয়ার্ত কন্ঠে উল্টো তাকেই জিজ্ঞেস করলেন,
- কেন ভাই কোথায় করেছি?’
-শালার পো কই করছস-আবার জিগাইস। ওই দারোয়ান দা-ডা লতো ওরে আইজক্যা খুন কইরা ফ্যালাব! লোকটা ভীষন ঘাবড়ে গেছে । কাদো কাদো কন্ঠে কন্ঠে আবার জিজ্ঞেস করল,
-কেন ভাই আমি কি করেছি যে আমাকে খুন করবেন?
-চোপ চোপ একখান কথা কইবি না। শালার পো আবার কয়,আমি কি করছি? অহন আমার পুরা দালানের ভাড়াইটা যে চইল্যা যাইব -তোরে সব ক্ষতিপুরন দিতে অইব। মাঙ্গির পুত আমার রিজার্ব টাঙ্কিতে মুইত্যা দিছে ! আবার কয় আমি কি করছি ...।
ওদিকে বাড়ির মালিকের চিৎকার শুনে এই সাত সকালে লোক জমে গেছে । বাড়ির দারোয়ান সহ অন্যান্য ভাড়াটেরা ঘুম চোখে হৈচৈ করতে করতে বেরিয়ে আসছে -সবার কন্ঠে এক সুর - ‘হালারে পিডা । কাইটা ফ্যালা- শালার পুতরে...।’
(অ্শ্লীল শব্দ ব্যবহারের জন্য দুঃখিত!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।