আমাদের কথা খুঁজে নিন

   

জামাত শিবিরের সঙ্গে সহ আন্দোলনের ফতোয়াকে অস্বীকার করি, যত্রতত্র "ছাগু-রাজাকার" ট্যাগিং এর রাজনীতিকেও প্রত্যাখ্যান করি ।

বন্ধ জানালা, খোলা কপাট !

ছাগবান্ধব লোকজন ছাড়া ব্লগের বিশাল একটি গোষ্ঠি সবসময় 'ছাগতাড়ুয়া' হিসাবে কাজ করেছে । রাজনৈতিক পরিচয় বা আস্তিক-নাস্তিক দ্বন্দ্বের উর্ধ্ব উঠেই তারা সেটা করেছে, যার যার জায়গা থেকে করেছে, সফলও হয়েছে । ছাগুরা কখনই বাংলা ব্লগে (ছাগুদের খোয়াড়গুলো ছাড়া) বিশেষ সুবিধা করতে পারেনি । পারবেওনা । আমগো রাজনৈতিক নেতৃত্বের অনেকেও জামাতের লগে সহাবস্থানের ফতোয়ারে অস্বীকার করে ।

কিন্তু তারা জামাতের ইফতার পার্টিতে , বা জামাত উপস্থিত আছে এমন পার্টিতে দন্ত বিকশিত কইরা হাজির হয় । পাশাপাশি টেবিলে বইসা 'আহারাদি' গ্রহণ করে , এমনকি একই মঞ্চে বইসা বক্তিমাও দেয় ! তাদের কেউ কেউ আবার এগো লগে কোয়ালিশন সরকারও গঠন করে ! সেইসব রাজনৈতিক নেতৃত্ব আর ব্লগারগো মাঝে তপাৎ হইলো, রাজনৈতীকরা কপট ! তারা জাইনা -শুইনা ভুল করে । ব্লগারেরা কপট না, ছাগ তাড়ানোতে তারা আন্তরিক । তারা ভুল করে, না জাইনা । আমার দেশে গতকালের মানববন্ধের যে রিপোর্ট আসছে , তাতে চিহ্নিত কিছু ছাগুর নিক দেখা যায় ! তারপাশেই আবার ছাগতাড়ুয়া নিকও ! কেম্নে কি ! ভুল বুঝাবুঝি ! যারা গেছে তারা আন্তরিক ছিলো ।

বছরের পর বছর বিএসএফ এর নির্মম , অন্যায়ভাবে বাংলাদেশী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়তেই তারা গেছে । তারা ব্যবহৃত হইছে , বুঝতে পারে নাই । তাই, তাগো প্রতি আমার সমর্থন এবং শ্রদ্ধা জানাই । কৌশিক, পাথুরে বা শামসীরকে ছাগু বললে, বা এরকম ইঙ্গিত করলেও সেটা আত্মঘাতী হবে । এখানে 'ছাগতাড়ুয়া' বা জাশী বিরোধীগো ব্যর্থতাটাও বাই ডিফল্ট চইলা আসে ।

যদি মানব বন্ধনটা জাশীর হয়, তয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনায় জ্বলতে থাকা রাজনৈতিক দলগুলা কি করে ? ব্লগে হাতি-ঘোড়া মারা কি-বোর্ড সিপাহী আমরাইবা কি করি ! আমরা কেন জাশীর আগে মানব বন্ধনের ডাক দিতে পারি নাই , আমরা কেন পিছায়ে আছি ? আমরা কি মনে করিনা, ভারতের এই আগ্রাসী , নির্মমতার তীব্র প্রতিবাদ হওয়া উচিত ? এইটার জবাব আমি ছাগতাড়ুয়া জাশি বিরোধী সব ব্লগারের কাছ থেকে আশা করি । পারভেজ আলম মানববন্ধনের সঙ্গে থাকবেন বলেছিলেন । শেষ পর্যন্ত তিনি কি গিয়েছিলেন ? এ বিষয়ে তাঁর বক্তব্য মতামত আশা করি । কথা হলো, জাতিগতভাবে আমগো একটা বিরাট দোষ হইলো, যে কোন বিষয়ে দুই ভাগ হয়া যাওয়া । ইভ টিজিং বিরোধী ক্যাম্পেইনেও সেইটা হইতে দেখছি ।

কাজটা ভালো । সেইটারেও সবাই স্বাগত জানাইতে পারে নাই । সেইখানেও আস্তিক -নাস্তিক রাজনীতি টাইনা আনছে । যা অনভিপ্রেত । ভালো যে কোন কিছুরে স্বাগত জানানোর মানসিকতা আমগোরে তৈরী করতে হবে ।

'ভালোবাসি' শব্দটা নাকি চর্বিত চর্বনে মান হারায়ছে । যে ভালোবাসে, সত্যিকার ভালোবাসে, কিংবা যে বাসেনা,- ছল করে, তারা উভয়েই 'ভালোবাসি' বইলা মুখে ফেনা তোলে । তাই শব্দটা 'মানহীন' ! 'ছাগু' শব্দটা বাংলা ব্লগের একটা বিশেষ আবিস্কার । ছাগু হবার যোগ্যরাই কেবল এই বিশেষণ অর্জন করতো । কেপি টেস্ট (কাঁঠালপাতা টেস্ট) পজিটিভ হইলেই, এই উপাধিতে তারে ভূষিত করা হয়তো ।

রাজাকার শব্দটাও অনুরূপ । অথচ , ছাগুদের এখন সম্মানীত করা হয় যারে-তারে, যত্র-তত্র 'ছাগু' ট্যাগিং কইরা । আস্তিক-নাস্তিক একে অন্যরে ছাগু ট্যাগিং করতেছে । লাভবান হইতেছে আদি ও অকৃত্রিম ছাগুরা । অনুরোধ করি, ছাগ চিনুন এবং অতঃপর কাঁঠালপাতা খেতে দিন ।

যত্রতত্র 'ছাগ' সম্বোধন করে আদি ও অকৃত্রিম ছাগুদের সম্মানীত না করি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.