আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ কি এদেরই বলে যারা নিজেদের নিজেরা জেনোসাইড করে///////

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

গতকাল প্রত্যুষে ঘুম থেক জেগে অন্তর্জাল ( ইন্টারনেটে) প্রবেশ করে বুলেট বিদ্ধ একটি শিশুর লাশ এর সহ্যসীমা অতিত্রান্ত ছবি দেখে কিছু লাইন উগড়েছিলাম । শিশুর বুকে বুলেটের ক্ষত চিহ্ণটি অনেকেই ব্যাথিত করেছিল বলেই জানিয়ছিল বেশ ক'জনা। ফেস বুকে পোষ্টটির শেয়ার থাকায় খুব মর্মাহত কণ্ঠে এক বন্ধু এও সুধায়েছিল - কেনো ওমন মন খারাপ করা একটা ছবি সামনে আনলাম। বলেছিলাম কি না জানিনা , কিন্তু বলা উচিৎ ছিল..এই তো আমাদের সভ্য পৃথিবীর এক ঘটনা, জানতে মানতে পারবো তবে কেবল- দেখেত কুণ্ঠা কেনো?... তখনই পাশে থাকা এক বন্ধুর সাথে বিতর্ক চলছিল কারন তাকে বলছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের গণস্বাক্ষরে সে স্বাক্ষর করতে চায় কিনা? সে চায়না....সেটা যুদ্ধাপরাধীদের প্রতি তার ভ্রান্ত টান যতটা না তার চেয়ে বেশী অভিমান...এবং এত বছরেরর ব্যর্থতার ছাইচাপা ভুল এর কারন এর সন্ধানহীনতা। বলছিল --বিচার করে কি হবে...এ দেশের কিছুই হবেনা... তখনই তাকে বলেছিলাম...ইসরাইলদের দ্বারা বুলেট বিদ্ধ শিশুর ছবিটার কথা... বললাম .. এই দেখ এটাকে বলে জেনোসাইড..... এই যে চরম অবমাননা মানবতার - এর বিচার প্রত্যাশিত না হয়ে কি পারে... বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এমনই তো নির্মম জেনোসাইড ঘটিয়েছে পাকি বাহিনী আর দোসর , যে যুদ্ধাপরাধী কুত্তা মানুষগুলো পাকি সৈন্যদের পা চেটে ধুয়ে দিয়েছে রক্ত মাথা নখর ... তাই আমি বিচার চাই , পৃথিবীর সমস্ত জেনোসাইডের বিচার চাই এবং নাগরিক হিসাবে আমার বাংলাদেশের টির সর্বাগ্রে.... বন্ধ হোক হয়ে যাক কোন এক দৈব পরশে অসভ্য সব জেনোসাইড.... নেট জুড়ে গাজার মর্মান্তিব নৃশংস সব জেনোসাইডের ছবি আসছে..... মানুষ কি এদেরই বলে যারা নিজেদের নিজেরা জেনাসাইড করে ইতিহাসনের পাতায় পাতায় বৃত্তের পরিধি জুড়ে জুড়ে.... ইসরাইলী বর্বরতার তীব্র ক্ষোভ আর প্রতিবাদ এভাবেই জানাই ব্লগের পাতায় আমার ......... ছিঃ আমি মানুষ!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.