আমাদের কথা খুঁজে নিন

   

সালাহউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
৮ এপ্রিল রাতে গুলশানে বিএনপির এক নেতার বাসার সামনে থেকে সালাহউদ্দিন আহমেদকে আটক করে পুলিশ। পরে পুলিশের কর্তব্য কাজে বাধা, ককটেলের বিস্ফোরণ ঘটানো, গাড়ি ভাঙচুর করার অভিযোগে মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা হয়। এ দুটি মামলায় আজ এ আদেশ দিলেন আদালত।


এ দুটি মামলায় সালাহউদ্দিন আহমেদের ২০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। সালাহউদ্দিন আহমেদের জামিন চেয়ে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। এ দুটি আবেদনই খারিজ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সালাহউদ্দিনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা মনে করি, স্বাস্থ্যগত কারণে এ মামলায় সালাহউদ্দিন আহমেদের জামিন পাওয়া উচিত ছিল। ’ তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.