আমাদের কথা খুঁজে নিন

   

সালাহউদ্দিন আহমেদ সালমান 'র' কবিতা

মৃত্তিকা সালাহউদ্দিন আহমেদ সালমান মৃত্তিকা শরীর ঘরবিমুখ করেছো আঙ্গিনা কিন্তু আত্মা;বসুধা সাক্ষী তোমার বিষাক্ত গরল পান করেও,বারংবার আরাধনার অনুভূতি নিয়ে নীড়হীন তোমার বাতিঘরে দিয়ে যাই পাহারা। নষ্ট কুলাঙ্গার প্রশান্ত ছায়াময় বৃক্ষটাও তোমার বাগান থেকে ছাঁটাই করে দিলে কিন্তু শিকড়;সেটা,সেটাতো রয়েই গেলো মাটির টানে আগের তুলনায় আরও গভীর তল থেকে প্রগাঢ় অতলে;আত্মার মোহে। অদ্ভুত মিথ্যের সংঘর্ষে বাঁধাহীন বাঁধা অভিন্ন আত্মার আত্মিক দৃশ্যহীন সম্পর্ক দহনে পুড়ে পুড়ে খাঁটি হয় প্রতিনিয়ত সোনারুর কাছে যেমন খাঁটি হয় কাঁচা সোনা। তোমার গ্রহবিচ্ছিন্ন হওয়া অবিচ্ছিন্ন এ গ্রহটি জীবনযাত্রার মিছিলে অনিঃশেষ সঙ্গমের মত জেগে জেগে বৈকুণ্ঠের আঁধার ভেদ করে লুকিয়ে থাকে আলোর মোড়কে নিছক কোন আত্মদ্বন্দ্বে দিশেহারা নই,একটাই সীমাবদ্ধতা; অপ্রতুল আত্মত্যাগে ইহলোক বা ঊর্ধ্বলোকে নিষিদ্ধ বাঁধার অন্তর্বাস ছিঁড়ে,এই মৃত্তিকা ছুঁবে ঐ মৃত্তিকা। ফেসবুক বন্ধু https://www.facebook.com/poet.salman এর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.