আমাদের কথা খুঁজে নিন

   

কাদের মোল্লা তর্জনী আর মধ্যমা দিয়ে কিসের বিজয় নিশ্চিত করল - জানতে চাই সরকার !!!

একাত্তরে আমার ভ্রণ কোথায় ছিল আমি জানি না । কিন্ত সেই অদৃশ্য ভ্রণ আজ পরিপক্কতা পেয়ে আঠাশ বসন্ত পার করেছে ! শুনেছি এই দেশ শকুন আর হায়নার দলে ছেয়েছিল । অনেক রক্ত আর সহস্র প্রাণের বিনিময়ে এই দেশ সেই হিংস্র প্রাণি মুক্ত হয়েছিল !তাদের মধ্যে যে গুটিকয়েক হিংস্র জানোয়ার আজও বহাল তবিয়েতে এই মুক্ত স্বাধীন পবিত্র সবুজ চারণভূমীতে ঘুরে বেড়াচ্ছিল, নোংরা করছিল আমার সবুজ মায়ের আঁচল । আজ আমরা ফাঁসীর দাবী নিয়েই এই শাহাবাগের মোড়ে অবস্থান করছি ! যেহেতেু আমাদের স্বাধীনতার স্বপক্ষের স্বয়ং সরকার ক্ষমাতার হানী হবে বলে তাদের ফাঁসী দিতে ভয় পেল ! তা হলে আমরা ১৮ কোটি সুবিবেচক কেন নিরব থাকব ? ঘৃণ্য অপরাধকারী হিংস্র জানোয়ারেরা কেন শাস্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিজয় সুচক চিহ্ন দেখায়, ঐ পাপিষ্ট আঙ্গুল দিয়ে? তাহলে কি ক্ষমতা ধরে রাখতেই এই সরকার "লঘু পাপে গুরু দন্ড" দিয়ে বিচাররে নামে লোক দেখানো মঞ্চ নাটক করল ? হাঁ হাঁ হঁ............. হায় সেলুকাস ! কি বিচিত্র এই দেশ ও দেশের সরকার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.