আমার কবিতা
ভার্থখোলার কাদা জলে
কীন ব্রীজ পারে
সুরমার খরস্রোতে স্বপ্ন গুলো খেলে।
প্রিয় স্বদেশের ঘ্রাণ এঁকে বুকের কর্পুরে
বুনে চলো সাম্য সংগীত,
মজদুর জনতার হৃদয়ের ঝংকার
বেজে উঠে তোমার বীণায়।
কোলাহল মুখরতা থেকে দূরে
প্রাণের পল্লীতে
নিরব অভিমানে ঢেকে থাকে নিরবতা
তোমার দান করিনি গ্রহন,
দেইনিও তা
কথা ছিল যে টুকু দেবার,
করিও ক্ষমা কবি অজ্ঞানের ভার।
ভালোবাসা সেতো কয়জন পায়
ভালোবাসা সেতো বোঝে বা কজনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।