সুন্দর সমর
কোনও কোনও পরাজয় বিজয়কে অর্থহীন করে দেয়
ইতিহাসের অলিগলিতে ঘুরতে হবে না।
চোখ বুলাই ১৭৫৭ সালের পলাশির আম্রকাননের দিকে,
সিরাজ হেরে গেছে!
বৃটিশ বেনিয়ার লোচ্চামি মীরজাফর, ঘসেটি বেগম
জগৎশেঠ রায় বল্লভ, রাজদুর্লভের লোভের বর্বরতায়
হেরেছে সিরাজ!
আনন্দের এ ধারায় নাচতে নাচতে নতুন বাংলা বিহার উড়িষ্যার
খোয়াব যারা দেখেছিল
ইতিহাস আজ তাদের ঝুলিয়ে দিয়েছে চিরকালীন কাঠগড়ায়
যুদ্ধ অপরাধী বৃটিশ বেনিয়ার লুট-পাট
ধ্বংসযঞ্জের কোনও বিচার হয় নি,
সুদূর ভবিষ্যতে হবে তেমন কথা কোথাও শোনা যায় না
কিন্তু ঘসেটি দিদি, বা শেঠ দাদার পাশে বৃটিশের নাম অক্ষয়,
যতই আজ তার গায়ে গণতন্ত্রের আল্লখাল্লা থাকুক না কেন
অতীতের কালো প্রেত, ড্রাকুলার দাঁতের ঝিলিক দেখতে পাই!
মীরনের ছুরিতে অমরত্ব পেয়েছেন সিরাজ
কিন্তু কালিমা জুটেছে বিজয়ের সিংহ দানবদের বরাতে বরাতে!
জালিওয়ানবাগের বৃটিশ বাহিনীর হত্যাকে কে ভুলেছে
ইতিহাসের আসমানে নিহত টিপুর বিজয় গাথার মধ্য দিয়ে
আজ কেবল ধ্বনি ওঠে বৃটিশ যুদ্ধ অপরাধের বিরুদ্ধে
নানা লোভের কামধেনু যোগায় পাশ্চাত্য
নত হয়ে থাকে কয়েকজন কিন্তু তাতে কি মুছে গেছে
মানুষের নাম!
মহরম মহরম এমনি এক মাস
এ মাসেই নির্বাচন হলো,
আশুরায় বিজয় পেয়েছিল মুয়াবিয়া পুত্র ইয়াজিদ
ষড়যন্ত্রের কুটিল প্যাঁচে প্যাচে,
লোভের থাবা বিস্তার করে
কারবালায় হোসেনের রক্ত অতিক্রম করে
শিশু আজগরের বুকে তীর বিঁধিয়ে
নবী বংশের পরিবার পরিজনের খিমায়
আগুনের অট্রহাসির মধ্য দিয়ে
অসূর্য্যস্পর্শা মাতৃসম যে সব মহিয়সী
নারী তাদেরকে রাস্তায় নামিয়ে আনার স্পর্ধার মধ্য দিয়ে
এই বিজয় তার প্রাসাদ শিখরকে আলোকিত করবে,
ভেবেছিল।
আজ দেখ, মুয়াবিয়া পুত্র ইয়াজিদের নামে কোনও গাথা নেই,
কাব্য নেই, গান নেই!
এমনকি যে সব বর্ণচোরা অষ্টপ্রহর ইয়াজিদের
জুতোয় পা গলিয়ে কামনা পূরনের স্বপ্নে ইয়াজিদের
পথকে নিজের পা ফেলার একমাত্র অঙ্গন বানিয়েছে
সেও ‘ইয়াজিদের পথে আছি’ – এ কথা উচ্চারণে করতে ডরায়!
হোসেন প্রতিদিনের সুর্যোদয়ের মতই আজ ঘরে ঘরে উচ্চারিত
সন্তানের নাম ইয়াজিদের নামে রাখার কথা ভাবে না কোনও পাষন্ড,
ইতিহাসের এমন বিচারে হতবাক হওয়ার কিছু নেই আজ বিজয়ের উচ্ছাসে মত্ত
কতিপয় মানুষের পাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।