আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই। ঠিক মনে নেই কবে থেকে... স্কুলে পড়তাম এটুকু মনে আছে, স্বাধিনতা দিবষ বিজয় দিবষ ভাষা দিবশের আবেদন ছিল অন্যরকম। উৎসব মুখর একটা পরিবেশের সাথে আকর্শন ছিল বিটিভির যুদ্ধের নাটক- ২৫এ মার্চ এর ভয়াল রাত.... একরুমের মদ্ধে পরিবারের সবাই.. দরজার বাইরে ঠক ঠক মিলিটারির বুটের শব্দ কিছুক্ষন পর দরজায় ধাম ধাম.. দারওয়াজা খোলও... অথবা গ্রামের পর গ্রাম জালিয়ে দিচ্ছে মিলিটারি.. মাস্টার সাহেব এর মেয়ে কে ধরে নিয়ে গেছে... সাহাহ্য করেছে গ্রামের শান্তি কমিটির প্রধান.. জনৈক চেয়ারম্যান..ওপাড়ার ফজলু নাকি মুক্তিবাহিনীতে যোগ দিছে.. চল আমরাও যাই... ...রক্ত গরম হয়ে যেত তখন। চোখের কোনএ পানি চলে আসত মনে হত আরেকটা মুক্তিযুদ্ধ যোদি হত, দেশের জন্যে ঝাপিয়ে পরতাম। আহা বাংলাদেশ... আমার দেশ।... রগকাটা শিবির নামে চিনতাম শিবির কে। ওরা ভয়ংকর। হাত পাএর রগ কেটে দেয়। ত্রিরত্নের ক্ষ্যাপা নামের একটি এলবামের বদৌলতে ওদের ধুর্তশালা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।