আমাদের কথা খুঁজে নিন

   

‘রাজনৈতিক’ কথা নয়: আইনমন্ত্রী

রাজধানীর একটি হোটেলে বিকল্প বিরোধ নিষ্পত্তির ‘মধস্থতাকারীদের’ একটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে টেকনোক্রেট এই মন্ত্রী বলেন, “কোনো রাজনৈতিক বিষয়ে কথা নয়। ”
সংবিধানের পঞ্চদশ সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর বর্তমান অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় পরবর্তী নির্বাচন হবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি।
বিপরীত অবস্থানে থাকা দুই দলকে সমঝোতায় আসতে কূটনীতিকদের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আইন মন্ত্রণালয় একটি প্রস্তাব তৈরি করছে বলে সংবাদ মাধ্যমে এলেও শফিক আহমেদ তা নাকচ করেন।

  
এই আলোচনার মধ্যেই ওই অনুষ্ঠানে সাংবাদিকরা আইনমন্ত্রীর বক্তব্য শুনতে চান।
অনুষ্ঠানের পর মিলনায়তনের বাইরে মন্ত্রীর সঙ্গে কথা বলতে অবস্থান নেন বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকরা, মিলনায়তনের ভেতরে থাকা আইনমন্ত্রীকে সাংবাদিকদের অবস্থানের কথা জানান এক ব্যক্তি।
মন্ত্রী তখন আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমানকে জিজ্ঞেস করেন, “সাংবাদিকরা কী বিষযে কথা বলবেন? কোনো রাজনৈতিক বিষয়ে আমি কথা বলবে না। ”
এ সময় অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ত্রীকে সমর্থন জানান।
পরে মিলনায়তন থেকে মন্ত্রী বেরিয়ে এলে টেলিভিশন সাংবাদিকরা এগিয়ে গিয়ে মন্ত্রীর সামনে বুম ধরেন।

মন্ত্রী তখন বলেন, “কোনো রাজনৈতিক বিষয়ে কথা নয়। ”
মাহবুবুর রহমান সাংবাদিকদের অনুরোধ করেন, “আমাদের অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে পারেন। অন্য বিষয়ে বললে আমাদের অনুষ্ঠান চাপা পড়ে যাবে। ”
তখন শফিক হাস্যচ্ছলে বলেন, “দেখেন চেয়ারম্যান রুলিং দিয়েছেন। অন্য বিষয়ে কথা বলব না।


এক সাংবাদিক হাসতে হাসতে বলেন, “স্যার, এডিআরের (বিকল্প বিরোধ নিষ্পত্তি) মাধ্যমে দুই দলের বিরোধ নিষ্পত্তি সম্ভব কি না, সেটাই জিজ্ঞেস করব। ”
মন্ত্রীও হেসে বলেন, “সেটা সম্ভব। এডিআরের মাধ্যমে সব বিরোধই নিষ্পত্তি সম্ভব। ”
এর মধ্যেই অন্য এক সাংবাদিক প্রশ্ন করেন, “সংসদে বিএনপি কোনো প্রস্তাব আনলে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কী হবে?”
মন্ত্রী তখন যেতে যেতেই বলেন, “আগে আনুক, তার পর দেখা যাবে। ”
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাজ্যের সেন্টার ফর ইফেকটিভ ডিসপুট রেজ্যুলেশন যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে।

এতে অর্থ সহায়তা করে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.