...............অনেকগুলো দিন এবং রাত পেছনে ফেলে আসা সময়ের আঁকা-বাঁকা দুরূহ মানচিত্রের অলি-গলি পথ-এ নবীনতম চলার গল্প - ইহা। কংকন অলংকৃত মায়ের পূর্ণ আস্থাময় হাতের কোমল স্পর্শ লালন করে আমার অবয়বে, হেটে হেটে খুব কিঞ্চিত নয় এমন পথ পাড়ি দিয়ে দ্বিগবিজয়ী কলম্বাসের ন্যায় আমাদের ঘোষনা করেছিলাম এক স্বর্ণকুড়ে। দু'চোখে ছিল বিপুল উচ্ছাস...............
ভীষণ বিনয়ে সেখানে মায়ের কংকনকে আরও উৎকৃষ্ট করে গড়ে দেওয়ার মহান দায়িত্ব নিয়েছিলেন, একজন বানিয়া। "আমি খোকা বাবু বুঝি?" উনি বলেছিলেন- "খোকা সাহেব (হাতে সাজিয়ে মায়ের কংকন জোড়া) তুমি কি পছন্দ করবে?" যেন উনি সত্যিই জানতে চাচ্ছেন- "ঝকমকে স্বর্ণ নাকি পাথুরে খাঁদ?" কোন কারন ছাড়াই দারুণ অসহায় হায়ে মিয়ম্রাণ স্বরে বলেছিলাম "খাঁদ"! স্বর্ণ চাইবার সাহস যে তখন কতদূরে..................
আঁকা-বাঁকা মানচিত্র ধরে সীমানা খুজে ফেরা বর্তমানের এই আমি হঠাৎই আবিষ্কার করলাম- স্বর্ণখচিত ভীষণ সুরমণী চাই-ই আমার। বৈভব এবং কামনার উদ্দাম জলতরঙ্গে প্র-মো-দ-ত-রী ভাসাতে চাই। কতটা বদলে গিয়েছি এই আমি নাকি নষ্ট! খুবই সাহসী এখনের আমি................
[ ধিক্কার এর জন্য কোন যতি চিহ্ন নেই? যেমন প্রশ্নবোধক (?) কিংবা বিস্ময়সূচক (!) এর জন্য আছে...........]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।