পরিবর্তনের জন্য লেখালেখি
জীবনের বালুচরে দাঁড়িয়ে বার বার দেখি বিশ্বাসের সব কটা ঘর আসলে বালির দেয়ালে গাঁথা । এক একটা মেটামরফোসিস মানে বানের তীব্র তোড়ে ভেঙে যাওয়া আর একটি অলীক ঘরের শোক ভুলে যাওয়া । কতই না দেখলাম । আর যতদিন দাঁড়িয়ে রইবো , ততদিনই দেখতে হবে। এই গল্প ফুরানোর নয় ।
একই গল্প রচিত কোটি কোটি মানুষের পদচিহ্নে , জল ফোটার গায়ে গায়ে যার প্রমান। চোখের নোনা অশ্রু গিয়ে মেশে যখন সাগর পোড়া দহন বিন্দুতে , সেই সব মেঘেদের বুকে তখন শোনা যায় অলৌকিক ইস্টিমারের সুর । কবি ,তুমি কি শুনতে পাও?
এই গান তো নতুন নয় ! আলোক বর্ষ দূরে দাঁড়িয়ে , ক্রমে সরে সরে যেতে যেতে , তুমি কি টের পাও ? কৃষ্ণবিবর থেকেও মাঝে মাঝে আলো ছুটে আসে । সেই আলো তুমি । মহাশূন্যের নিরবতাকে উপড়ে দিয়ে কালো , গভীর গহবর থেকে যে আমায় ডাকে , সে তুমি ! তোমার জন্য আমার আত্মায় শত সহস্র বার নেচে ওঠে তান্ডব স্পর্শ ।
অ-বোধের কুয়াশায় গা ডুবিয়ে আমি তখনো গন্ধ পাই , তোমার ধুমকেতুর ধুলোময় হাতের আর ফিস ফিসে ঠোঁটে সূর্য ওঠে , সূর্য ডোবে ।
বালুচরে ঘর তো বাঁধা যায় না প্রিয় , আমি পরান বান্ধি ! আমি তোমায় বান্ধি !
১।
এমনই পিঞ্জিরা কালা , এমনই তার চাবি
ঘুরাইলে না খোলে তালা
জলে বাড়ে দ্বিগুন জ্বালা
বান্ধিলে হয় আলগা নাকের ছাবি ।
২।
নদীর জলে সুরুয জ্বলে , কলসি ভরা জল
বৈঠা মারা শীতল জলে আগুন টলমল
৩।
খেজুর গাছের মিঠা গড়ি
বিন্নি ধানের খই
তোমার পরান আমার পরান
মোয়া বাইন্ধা রই ।
৪।
বোশেখ মাসের তুফান চিনিস
আষাঢ় মাসের বানে
না চিনিলি কেমন ডুবি
বন্ধু , তোঁয়ার টানে!
৫।
আমের বোলে গন্ধ ভাসে
দুর্বা জ্বলে , রোইদে হাসে
পরান আমার উথাল পাথাল ঘামে
দিঘীর ধারে ঠান্ডা পানি
কলস ভইরা ঘরে আনি
পা'ও কি তোমার আমার উঠান থামে?
______________________________
ডুবো জলে সাঁতরে হলেও একদিন ঠিক ছুঁয়ে দেব তোমার দহন
বহিরাস্তে যতই এড়াও , প্রেমের বিষে ঠিক নীলাবো গভীর গহন
_______________________________
জানা জানির কিছু নেই ।
তোমাকে ভালোবাসি বলে শাস্তি দেবে জানলে
এই পাপের নগরীতে আমি হজ্বের নৌকো ফিরিয়ে দিতাম!
________________________________
যতটা দুরত্বে তুমি স্বস্তি খোঁজো ,
আমার অন্তর হাতড়ে
ঠিক ততটা পথই একদিন পাড়ি দিতে হবে
যতটা কোঠায় তুমি বসতি গড়ো ,
নিজের হৃদয় খুঁড়ে
ঠিক সে কয়টা দেয়াল ভাঙতে একদিন কষ্ট হবে !
______________________________
৫০০ তম পোস্ট সমস্ত ব্লগার বন্ধুদের উৎসর্গ ! আমার সাথে ছিলে সে তোমার মহানুভবতা , আমি রয়ে গেছি সে আমার আত্মশ্লাঘা !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।