আমাদের কথা খুঁজে নিন

   

বিবাগী পরান

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

আমি তাকে ফোন দেই, সে দেয় না কোনোদিন কুশল জিজ্ঞেস করি তবু জানতে চায় না সে আমার যতোবার বলি কী খবর? কী অবস্থা সংসারের? সে বলে- এইতো চলছে ভালোই আজকাল! সন্দেহের অতীত এক সন্দেহ এসে ভর করে মনে মনে হয় এক ধন্দে পড়ে গেছে সে আমাকে নিয়ে কেন এতো ঔৎসুক্য তাকে জানবার, সব বুঝবার তবে কি ভাবে স্বার্থান্বেষণে পড়ে আছি আমি কোনো দৌলত, ধনের টাকা করবো উদ্ধার অথবা গোপন কোনো কথা এবার করবো ফাঁস? তার নীরবতা কষ্ট দেয় বুকে আজকাল আমি পড়েছি অসুখে রক্তে শর্করা, হৃদয় জুড়ে ধড়ফড় শরীরটা করে যেন এফোঁড় ওফোঁড়! তবু শুনি তার কথা, করি কুশল জিজ্ঞেস না শুনে মনে বাড়ে ব্যথা, হা-পিত্তেস। কৈশোরে যৌবনে যারে ভেবেছি এতোটা দিন প্রৌঢ়ে এসে মনে কেন বাজায় এমন বীণ আমি যারে ভালোবাসি সে কি বাসে তারে বিবাগী পরান থাকে অচেনা আঁধারে! ১২.০৪.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।