ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
এলাকার ছেলে বাতেন।সারা দিন দেখা না গেলেও চিপা গলিতে খুর হাতে সন্ধায় ওর দেখা মিলে।নেশার টাকা তাতেও সংগ্রহ করা না গেলে মায়ের উপর চড়াও হয়,এমনও হয়েছে বাবা মা কে মশারির নিচে রেখে তাতে আগুন জ্বালিয়ে দিতেও পিছু পা হয় নি।মামা তো বোনের সাথে দুর্ব্যবহার করে সমাজে তাকে কলংকিত করেছে।সেই অপকর্ম ধামা চাপা দিতে তাকে হত্যা পর্যন্ত করে।বেশ কয়েকবার আইনের হাতে পরলেও সমাজের যে পতিরা এদের দ্বারা নিজের অবস্থান ধরে রাখেন,তাদের সহায়তায় বেড় হয়ে আসে।
এই ভাবে একদিন তার মত অনেক কে নিয়ে এলাকায় গড়ে এক বাহীনি!!
এলাকার মসজিদের ইমামের সুন্দরী মেয়ের দিকে তার নজর পরে!জোর করে বিয়ে করতে চাইলে,ইমাম তাকে সবার সামনে কুলাঙ্গার বলে গাল দিয়ে বলে তোমার কাছে আমার মেয়ে কে বিয়ে দেব না!!
এতে ক্ষেপে যায় বাতেন (গাল কাটা বাতেন)। পরের দিন ইমামের বাড়ি ভাংচুর করে,সমাজে বলে বেড়ায় ইমাম তার মানহানী করেছে কুলাঙ্গার বলে!
আর না হয় কাহীনিটা বড় করলাম না।একটা সংবাদ দিয়ে শেষ করি।
১৬ ডিসেম্বর এটিএন বাংলায় এক রিপোর্টে জামাতের নিজামী সহ অনেককে যুদ্ধা পরাধী বলায় জামাত তাদের মানহানী হয়েছে এই দাবিতে মামলা করেছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।