আমাদের কথা খুঁজে নিন

   

ছিঃনেমা কেলাইমেক্স (ফান পুস্ট)


বালিউড ব্যাটসম্যান শাহরুখ খান, ১ বলে দরকার ১০ রান। শাহরুখ অত্যন্ত সুন্দর ভাবে থার্ডমেনে বলটি গ্লাইড করলেন এবং ৩ রানের জন্য দৌড় শুরু করলেন। বলটি বাউন্ডারির দিকে ছুটে চলছে। ফিল্ডার বলটি ধরে ননস্ট্রাইকার এন্ডে থ্রো করলেন কিন্তু মিসড্ দি স্ট্যাম্প এন্ড ওভার থ্রো, বলটি আবার বাউন্ডারির দিকে ছুটে চলছে। শাহরুখ আবার ৩ রানের জন্য দৌড় শুরু করলেন।

এইবার ফিল্ডার আর ভুল করলেন না বলটি কুড়িয়ে সোজা কিপার বরাবর থ্রো করলেন কিন্তু হায় এই কি হলো কিপার বলটি ধরতে পারলেন না এবং ব্যাকআপ ফিল্ডার না থাকায় বলটি গড়িয়ে সিমানা অতিক্রম করে ৪ রান। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বান্দে মাতরাম এবং শাহরুখ ম্যাচটি জিতে গেল। টালিউড: ব্যাটসম্যান চেরু, ১ বলে দরকার ১০ রান। বলার বল করল। চেরু এইডারে এত জোরে মারছে যে...... পাশের আর একটা মাঠ ছিল বল সেই মাঠ-ও অতিক্রম করে চলে গেল এবং.......................... আম্পায়ারকে ১২ রানের কল দিতে বাধ্য করা হলো।

চেরু ম্যাচটি জিতে গেল। কলিউড: ব্যাটসম্যন রজনী, ১ বলে দরকার ১০ রান। বলার বল করার পর রজনী ইতনা জোরসে বলকো পিটেগা, যে বলটি ২ ভাগ হয়ে গেল, এক ভাগ সব ফিল্ডার এর মাথার উপর দিয়ে ছক্কা। আর এক ভাগ গড়িয়ে গড়িয়ে ৪ রান। রজনী ম্যাচটি জিতে গেল।

(সুত্র: ইন্টারনেট)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.