আমাদের কথা খুঁজে নিন

   

ছিঃনেমা RP

অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… বলিউডি সিনেমা নিয়ে আমার বিশেষ বিরক্তি আছে। ভারতের গুটিকয়েক মানুষের লাইফ স্টাইল নিয়ে বাস্তব অবাস্তব আজগুবি কাহিনী নিয়েই অধিকাংশ সিনেমা! এত্তো এত্তো সিনেমা হচ্ছে, কিন্তু খুব অল্পই বাস্তববাদী। ভারতের এত মানুষ যে না খাইয়া মরতাসে, হমানে গর্ভপাত হচ্ছে, মেয়ে শিশুগুলো খুন হচ্ছে অকারনে ইত্যাদি ইত্যাদি, মুভিগুলা দেইখা বুঝার কোন উপায় আছে? এগুলা দেখলে মনে হয় পুরাই ফ্যান্টাসির জগতে আছি! শিক্ষনীয় তো করার দরকার নাই, অন্তত বাস্তববাদী, বা অধিকাংশ মানুষের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ কাহিনী তো করা যায়। আরেকটা ব্যাপার হল, গ্লামারআধিক্য! ওরকম নায়ক নায়িকার মত কয় শতাংশ মানুষ ভারতে আছে? এমন করলে মানুষের দর্শন কি কখনো পরিবর্তন হবে? সচরাচর একজন (so called) সুন্দর মেয়ের প্রতি একটা ছেলে যতটা সহানুভূতিশীল হয়, (so called) অসুন্দর মেয়ের প্রতি ততটা হয় না। এই বাজে বিষয়টাকে কি এসব মুভি আরও তরাণ্বিত করে না? আমরা কি শুধু যৌন আকর্ষণ দ্বারাই চালিত হব? হ্যা, এটাও ঠিক যে, সিনেমা দেখমু মজার জন্য! কাকের ঠ্যাং বকের ঠ্যং যাই হোক, মজা পাইলেই হয়। তবে যখন দুই দিন পর পর একটা কইরা মুভি বাইর হয়, তখন এত ঠ্যাং মানা যায় না। আর সিরিয়াল গুলার কথা তো বাদই দিলাম!!! আমি অবশ্য কিছুই হিন্দী বুঝি না! হিন্দী মুভি দেখতে ইংরেজী সাবটাইটেল লাগে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.