আমাদের কথা খুঁজে নিন

   

আমার আয়নায় আমি

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

কখনো কখনো মনে হয় চারিদিক ছাপিয়ে নামে অচেনা অস্বচ্ছ এক আবরন ; ঢেকে দেয় বোধ , আড়াল করে রাখে পরিচিত জগৎ , চেনা চারিপাশ দুরের ,অনেক দুরের মনে হয় । আমার মধ্যে একজন আমি আছে সে অনেক কথার সঠিক জবাব খোঁজে , জটিল জীবনবোধের সহজ সমীকরন মেলাতে চায় ; বারবার এ অংক কষতে কষতে উত্তরে পৌঁছুতে পারেনা , তার জন্য নির্দিস্ট একটা বৃত্তের পরিধি ছুঁয়ে ছুঁয়ে চলে । এই আমি টা আসলে কে ? আমি টা আর সবকিছুর মাঝেও এক একাকীত্ব ,নি:সীম শূন্যতা । সব পাওয়ার মাঝেও তার দৈন্যতা কিসের ? তার দৈন্যতা তার নিজেকে সবটুকু না জানার । মানুষ কতটুকু জানে বা বোঝে নিজেকে ! সময়ের সাথে সাথে তার বিভিন্ন মানসিক পরিবর্তন তাকে অনেক সময় ভুল করায় ; সে আজ যা ভাবছে ভুল ,কালের বিবর্তনে দেখা যাবে সেটাই ঠিক ছিল ।

আমার বিচার বিশ্লেষণের যে ক্ষমতা তা নিতান্তই হাস্যকর জগৎ সংসারের বিচিত্র পটভূমিতে ; তাই কেবলই মেনে নেওয়া আর মেনে নেওয়া । স্বভাবতই মানুষের মন দু:খবিলাসী ,তার কাছে যখন এগিয়ে আসে দু:খবীণার করুণরাগিনী - সামলাতে গিয়ে নিজেকে অনেক সময় অন্যদের জড়িয়ে ফেলে অকরুণ রাগ রাগিনীতে ; অনেক পাওয়ার অতলান্ত সাগরে ভেসেও আকাশ পারে হারিয়ে যাওয়া কোন একদিনের সূর্যাস্ত মনের পাড় ভাঙ্গে , সেদিনের সে আভা ভেজা পাপড়িতে লেগে থাকে দুচোখে সুরমা হয়ে। মানুষের অদ্ভুত মনের আজব খেয়াল ; যা আছে তার থেকে সরে গিয়ে বসে সেই প্রায় পড়ে যাওয়া কিনারায় , সেখানে দোল খায় মনের আনন্দে ! তারপর বিষাদ চুপি চুপি এসে তাকে ঘেষে বসে ,একসময় জাপ্টে ধরে ; তখন শ্বাস বন্ধ করা সময়ের মুঠোবদ্ধ হাত কঠিন মনে হয় । কেন এমন হয় ? কেন আমরা এগিয়ে যেতে গিয়ে পিছনকেই দেখি মনে মনে , কেন সেদিনের সাথে সাথে হারিয়ে যায়না সেদিনের সব সবকিছু ! আমার আমি যে পারিজাত পেয়েছি , তাকে বুকে রেখে চলি ; অঞ্জলি দেই আমার মণিদীপ জ্বালা হৃদয় মন্দিরে । আমার শুদ্ধতায় আমার আমি রূপ রস গন্ধ ঢালি সমগ্র আয়োজনে ।

তারপরে তুমি , সে আর সবাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।