[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
`যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ...'
চলেছিলাম তাই একলা যেভাবে চেল এসেছি বিগত তিন দশক জীবনের অনেকবার।
রেষ্ট এন্ড রিক্রিয়েশন লিভ এর ছুটিতে আছি...
সাগর আর পাহাড়ের হাতছানি একেবারে জাপটে ধরলে তো আর না গিয়ে হয়না।
কাউকেই সঙ্গী পাওয়া গেলোনা...হায়রে কপাল
একা একাই ঘুরে এলাম তিনদিন ( দুই রাত তিনদিন আসলে)
খারাপ না ,..সাগরে পাড়ে শুয়ে শুয়ে লাখ লাখ লোকের উচ্ছাস দেখা আর সাগরেরর শেষ প্রান্তে দৃষ্টি মেলে দিয়ে সময় কে ভুলে যাবার মাঝে আনন্দটুকু মোটেই কমনা.....
আর শ্রান্তি বিনোদনের ফাঁকে ফাঁকে দুএক লাইন কবিতাও মনে হেঁটে বেড়িয়েছে...
এই যেমন...
বুক পকেটের নিচে চামড়ার খোলশ ফুঁড়ে আরেকটু অগভীর গভীরে
হাতের তালুবন্দী এক সমুদ্র জল ঢেলে দেই
যেন এক বর্গ মেঘের উপর বসে নিংড়ে দেই ভেজা তুলো..
গরমে তেঁতে ওঠা জমিনের তাপ আর কতই বা প্রশমিত হয় তাতে,
বরং চোখ ফুঁড়ে নেমে আসে সবটকু নোনাসেই জল
এবং কম হয়ে যায় বলেই নিংড়ে নেয় হৃদয়ের সিক্ততাও...
বুকে যে লক্ষ সূর্যের কষ্ট দাহ ,
ক’টা সমুদ্র আর বন্দী হয় এক তালুতে বলতো।
১৩/১২/০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।