আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় দুইজন ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা : শুভ জন্মদিন 'আহমাদ মোস্তফা কামাল'; শুভ জন্মদিন 'প্রিয়তমা'

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
আজ ১৪ ডিসেম্বর, প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। একজন আহমাদ মোস্তফা কামাল এবং অন্যজন প্রিয়তমা। ১. একদিন সবকিছু গল্প হয়ে যায়! এই যে সবকিছু গল্প হয়ে যাওয়ার পথ পরিক্রমা, সেই পথ চলাতে গল্পের একটি চরিত্র কি জানে জন্মদিনটি শুভ হয়ে চলে এসেছে তার জীবনে! ব্লগার আহমাদ মোস্তফা কামাল এর লেখা জীবনানন্দ দাশ এর কবিতাগুলোর দারুন বিশ্লেষণ পড়ে বারবার মুগ্ধ হয়েছি, মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ধারাবাহিকটির মাধ্যমে মুগ্ধতা আরো বাড়ে। উনার বিশ্লেষণধর্মী লেখাগুলো অদ্ভুতরকমের ভালো লাগে। ব্লগে আসার আগে উনার লেখক পরিচয় ছিল।

তবে আমার কাছে যে বিষয়টি আকর্ষণীয় মনে হয়, উনি ব্লগে লেখেন ব্লগার পরিচয়ে। একজন ব্লগার লেখবেন, মন্তব্য করবেন, অন্যান্য ব্লগারদের সাথে ইন্টার‌্যাকশন করবেন. এমনটাই ব্লগারের বৈশিষ্ট্য হওয়া উচিত বলে আমি মনে করি। ব্লগার আহমাদ মোস্তাফা কামাল এর ইন্টার‌্যাকশন আমার কাছে খুবই ভালো লাগে। আহমাদ মোস্তফা কামাল এর জন্মদিন আজ। অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় এই ব্লগারের জন্য।

শুভ জন্মদিন প্রিয় ব্লগার আহমাদ মোস্তফা কামাল ২. প্রথম এক ফোঁটা বৃষ্টি ব্লগার প্রিয়তমার সাথে আমার পরিচয় রাত বিরাতের আড্ডা পোস্টের মাধ্যমে। একসময় ব্লগে রাত বিরাতের আড্ডা শিরোনামে পোস্ট দিয়ে বেশ আড্ডা দিতাম। তেমনি একটা আড্ডার মাধ্যমেই তার সাথে পরিচয়। প্রবাসে বসে সে নিয়মিত উকি দেয় ব্লগের জানালায়। ভালোভাবে ব্লগিং করার জন্য পার্ট টাইম জবের টাকায় কিনে ফেলে ল্যাপটপ।

এইসব আগ্রহ মুগ্ধ করার মতো। আজ ব্লগার প্রিয়তমার জন্মদিন। (তার নাম তমা। তাছাড়া বড় আরেকটা নামও আছে। ব্লগে নিক নিছে প্রিয়তমা।

ভালো ভালো ) তমার জন্য অনেক শুভকামনা। শুভ জন্মদিন প্রিয় ব্লগার প্রিয়তমা ছবি কৃতজ্ঞতা : ব্লগার সাইফুর ভাই
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.