আমাদের কথা খুঁজে নিন

   

রুখে দাঁড়ালো মামো



একটি সাম্প্রতিক কর্পোরেট ব্লগের পাহারাদার মামো রুখে দাঁড়িয়েছে তার এককালের ওস্তাদ ব্রাত্য রাইসু ও মানস চৌধুরীর বিরুদ্ধে। এই পোস্টে নীলপিরানধারী মামোর প্রতিবাদী চিঁ চিঁ কণ্ঠস্বর শোনা যাবে। মামো তার যৌবন অতিক্রান্ত করেছে রাইসু-মানসদের কথায় জ্বি হুজুর জ্বি হুজুর করে। কিছুদিন আগ পর্যন্ত এই সামহোয়ারেই রাইসুর উদ্ভট কাজকামের প্রতি চোখ বুঁজে সমর্থন ও স্তুতি গেয়ে এসেছে মোসাহেব মোর্শেদ। আজ হঠাৎ সেই ওস্তাদের বুকে উঠেই দাড়ি ওপড়াচ্ছে কেন সে? এ কি রাইসুকে গালি দিয়ে সামহোয়ারের লোকজনের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি দুর্বল চেষ্টা মাত্র? নাকি চোরের ওপর বাটপারি করে বর্ষসেরা লেখক হবার একটি ক্ষীণ উদ্যোগ? কেন মামোর এই হঠাৎ এই খোশপাঁচড়ার মতো করে মেরুদন্ড গজিয়ে উঠলো এত বছর পর? এ কি গদির জোর? কিন্তু রাইসু-মানস গং এর ইয়েসম্যান মামোর তো কোন গদি নেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।