বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
১
হৃদি,তোমার বাম অলিন্দে চাঁদ ছিল
হাতের মুঠোয় করলে সে চাঁদ গুড়ো,
এবং সেটা ছড়িয়ে দিলে ঘাসে
সেই থেকে মোর ভালোবাসার শুরু!
২
বুকে অনেক কথা ছিলো
বলা হলো না,
তোমার পথে চলবো ভেবেও
চলা হলো না!
৩
লাগছে যখন লাগুক-
মনের গায়ে কাদা,
যে হৃদ ছিল বাধা-
জাগছে যখন জাগুক!
৪
হৃদি,তোমায় ভালোবাসার সাধ ছিল
তাইতো তোমার দ্বারে এসেছিলাম,
প্রেম কোনো নয়,স্বার্থ ভরা বুক
মোহ ছিল,ভালও বেসেছিলাম!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।