যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
কিছু হটিয়ে দেবার নাম দিয়েছি ত্যাগ। আষক্ত নির্গমনে জ্বলছে। এরপরে খন্ড খন্ড মেঘের উপরে দাড়িয়ে উড়বার তাড়না। পাখা নেই। হাড়কিপ্টে কৃচ্ছতায় ওদুটো ঝেটে ফেলেছিলাম।
সেজন্য উড়বার সাধ হবে না! হটাচ্ছে - বলি পরিত্যক্ত - যাতাকলে পিষ্ঠ আর এই সংস্থাপন জুতসই নয়, একদম যতিহীন, একদম নিষ্প্রান। কিন্তু নিজের উপরে ভর করে নয়, হটিয়ে দিয়ে দাড়িয়ে যাচ্ছে পায়ে পায়ে তোমার ডানায়।
এরপরে যখন নিত্য প্রতিবেদন দেখবো - কিছু রেকর্ড করে রাখবো পরিত্যাগের ডেরাজে। যা কিছু সঞ্চিত তাকে আসলে ছেটে ফেলা হয়েছে। পরিতাপ বহাল তবিয়তে ঝাটকা মেরেছে, গুটি চালাচ্ছে।
শুনবেন এটা ক্ষয়িষ্ণুতা এবং আড়মোড়া ভেঙে দুটো কলাপাতার পাখা বানিয়ে নিলেই তো কেল্লা ফতে। ওড়ো, ওড়ো, ওড়ো।
কোন এক কালে আমার দারুন একটা পাখা ছিল এই সুখে হটিয়ে দিয়েছিলাম ওড়বার সাধ। ঠিক করেছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।