১।
কহিছে কথা রক্ত করবী
তোমারই কবরীতে
কতক্ষণ আর থাকিতে
হইবে- নীরবে নীভৃতে।
২।
অন্তরে অনামিকা
দিয়েছো যে ঠাঁই,
না বলে তাই
কি করে দূরে চলে যাই।
যেতে যদি হয় তবে
যাবো এক সাথে
দিবা কিংবা নিশিতে
তোমাতে আমাতে।
৩।
কেনো এমন হয়?
পূ্র্ণতার মাঝে রিক্তের পরাজয়।
ভাঁটার মাঝে জোয়ারের পরিচয়।
কেনো এমন হয়?
আঁধারের মাঝে আলোর ক্ষয়।
সুখের মাঝে দুঃখ সুপ্ত রয়।
কেনো এমন হয়?
আমার হৃদয়ের মাঝে
কেবলই তোমাকে খুজে পাওয়া যায়।
৪।
তোমার জন্য নয়
এ দিপ্ত শিখা জালানো
নয় আকাশেরর রং বদলানো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।