আমাদের কথা খুঁজে নিন

   

অবোধ শুন্যতা

ক খ গ ঘ...

শুন্যতা অপার হয়ে যখন আমায় ছোয়... বুঝিনাত মনের মাঝে হচ্ছে কেন ক্ষয়... বোধগুলো সব শুকিয়ে গিয়ে দিচ্ছে কেন ভয়? বুঝি আমার সময় এখন শুন্য হতে চায়। চোখের কোনে ঝাপসে ওঠে বুঝ অবুঝের দায় ভাবুক ভাবের উড়াল পাখি তড়পে তড়পে যায়... অবুঝ সাথী চাবুক চালায় বলতে আমার লয়। ------------------------------------------------------ ব্লগ টাকে আমি অনেক ভালবাসি। আমার ভেতরের গ্লানি ভেতরের হাহাকার, অপারগতা কমিয়ে আমার খুব কাছের এক ভালবাসা হয়ে উঠছে কেন জানি...। যে আমি ভেবেছিলাম, আর কবিতা লেখবনা, তাকে কেন আবার কবিতা-র চেস্টায় ফিরিয়ে আনা, আমি বুঝি না... সব-ই আপনাদের অবদান। আপনাদের লেখা, আবেগ আমাকেও কেমন যেন আবেগী করে ফেলছে। ভালবাসি ব্লগিং করতে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।