আমাদের কথা খুঁজে নিন

   

বোকা নাকি অবোধ?



ততোধিক জিনিস মানেই একাধিক ভাবে ভাগ করা যায়,তেমনি এত এত মানুষকে তো কত কত ভাবেই ভাগ করা যায়,রং এর ভিত্তিতে সাদা আর কালো,অর্থের ভিত্তিতে ধনী আর গরীব,মূর্খ আর শিক্ষিত,সংসারী আর সন্ন্যাসী...। আজকে আমি ব্যক্তিগতভাবে মানুষকে একটি সূক্ষ বিষয়ের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করতে চাই এবং তাদের চরিত্রের একটি দিক উল্লেখ পূর্বক তাদের মাঝে পার্থক্য করতে চাই-এদের একদলের ভাগে আছে বুদ্ধি আর আরেক দলের ভাগে আছে বোধ। প্রথম দল বাঁচতে চায়,তিনবেলা খেয়ে পরে,শ্বাস নিয়ে প্রশ্বাস ছেড়ে বেঁচে থাকা নয়,ঝামেলা থেকে বাঁচতে চায়,যাকে বলে বেঁচে যেতে চায়। জ্ঞানী-গুনী মনে করে আপনে তাদের কাছে পরামর্শ চাইতে যাবেন,তাদের বুদ্ধির ছটায় এবং অভিজ্ঞতার আলোয় আপনে ঝলসিত হবেন। আপনার জ্ঞান বাড়বে কিন্তু সমস্যার সমাধান হবে না।

শুধু তাই নয়,বিশ্লেষন করে দেখবেন,এরা এমন কায়দা করে কথা বলে,পরবর্তীতে তাদের কোন কথার জন্য আপনে তাদের দোষারপ করতে পারবেন না। আর দ্বিতীয় দল,এরা বুঝি মরতেই চায়,অন্তত বাঁচার জন্য মরীয়া নয়। এরা অনেকটা উপযাচক হয়ে পরামর্শ দিতে আসে,যা ভালো মনে করে বলে,জোড় করে,অধিকার খাটায়,এদের কথা শুনলে মনে হয় সমস্যাটা আপনার একার নয় তাদেরও সমান অংশীদারীত্ব আছে। বুদ্ধি বা বোকামী কোনটাই প্রকাশের ধার ধারে না,কাঁধে দোষ নেবারও ভয় করে না। ''তুমি যা ভালো মনে করো,করো'' দিয়ে যাদের পরামর্শ শেষ হয়,ঘটনার পর তাদের প্রথম মন্তব্য ''আমি তো তোমাকে এটা আগেই বলেছিলাম'' আবার এমনও মানুষ আছে,আপনে তাদের কথা শোনেন নি,না শুনে ভুলই করছেন তথাপি তারা বলবে,''থাক,কিছু হবেনা,তুমি তো আর বুঝে করনি,বুঝলে নিশ্চয় করতে না,সব ঠিক হয়ে যাবে'' আমার ধারনা উভয় উভয়কে চেনে,অতটুকু ক্ষমতা দিয়েই সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন,আর মানুষ নিজের চেয়ে বোধহয় অন্যকে ভাল চিনতে পারে কারন নিজের প্রতারনাতো ধরতে পারে না কিন্তু অন্যেরটা পারে।

এই প্রথম দল দ্বিতীয় দলকে মনে মনে উপহাস করে বলে,'' হায়রে বোকা,কতবড় ভুল তুই করলি,এভাবে তুই মরলি!'' জবাবে দ্বিতীয় দল বলে,''বেচেঁ থেকেও তুই যে কি থেকে বঞ্চিত,এটা তুই কোনদিনও বুঝলিনারে অবোধ!''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.