আপাতত নিজেই নিজেকে পর্যবেক্ষণ করছি।
সাহসের বড়াই করিনা বলে নিজেকে ভীতু ভাবতেও পিছপা হই সহস্রবার
অসংখ্য অব্যক্ত বাণী বক্তব্যের ভারে নিহত হয়
যদিও বক্তব্যেরও নেই কোন গ্রহণ কিংবা বহনযোগ্য ওজন।
একই চাকা ঘুরে, একই সূর্যই ডুবে-নামে
হয়ত বক্তব্যও বেকারঘুরে তাই সেই চাকা আর সূর্য হয়ে যায়
চিন্তায় ছুটে টাট্টু ঘোড়া টগবগ-টগবগ
কথায় থাকে কাছিম শুয়ে নিশ্চুপ-নিশ্চল
কথা আগে হাটে, চিন্তা পিছু ধায়
কিয়কাল পরে চিন্তা কথা বলে, কথা কথাহীন হয়।
হয়না হলনা কিছু বোঝা তাই
বোধগুলো শুধু প্রবোধ খুঁজে, গল্প বলার বলয় ছিড়ে
বোধ-প্রবোধের মতিভ্রম হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।