আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির টানে

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

স্মৃতির টানে শাফিক আফতাব............. সে আমার পাশেই শুয়েছিলো__আমিও ছিলাম তার অতিনিকটে__ সে আমাকে জড়িয়ে ধরেছিলো__কনকনে শীতে আর্ত মানুষ যেমন জড়ায় ওম-শাল সে আমার ভেতরে অবগাহন করছিলো__জোয়ার ভেসেছিলো তটে__ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, তার মনে ভাসছে ধুধু অতীতের একটি রঙিন বিকাল। সে আমাকে ভরিয়ে তুলছিলো__কিংবা ভরিয়ে যাচ্ছিলো সে নিজে__ আমিও তাকে মনের গভীর ঘরে ঢুকে দিয়ে ইচ্ছে তরে পিষে খাচ্ছিলাম শাঁস তবু সে বলছে, সে নাকি সেই বিকেলের ঝরঝর বষ্টিতে যাচ্ছে ভীজে__ চারপাশে ঝড়োবাতাস, বৃষ্টির ঝাপটা, ঘনকালো মেঘে নাকি ছেয়ে গেলো আকাশ ! আবহমান ইচ্ছের ফড়িং দেহ থেকে ওম উৎপন্ন করে ছড়াতে থাকলো পুলক__ প্রশ্বাসের সাথে জড়িয়ে দিতে থাকলো অমৃত সুরার মদির মধুর ঘ্রাণ__ তারি তাড়নায় আপনিই খুলে গেলো, বস্ত্রবসন, কানের দুল আর নাকের নোলক ; ওদিকে শাশ্বত সুন্দর এক জলধারায় গা এলিয়ে দিয়ে জুড়িয়ে গেলো ক্ষুধিতপরাণ।

সে আমার পাশেই শুয়ে থাকে__লগ্ন হয়__দিয়ে দেয় হৃদয়ের সুবাস আর উত্তাপ ; তবু সে বলে, চলো না যাই__সেই পড়ন্ত বিকেলে, বৃষ্টিতে ভিজে ভিজে বলি মধুর প্রলাপ। ০৬.০৯.২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।