আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যে হল, সুমন চট্টপাধ্যায়



সুমনের এই গানটা আমার কাছে ভাল লেগেছে। । । । ।

। । । গানটাতে অদ্ভুত একটা সরলতা আর শান্তি আছে। ।

। । । । ।

। আর আছে অপেক্ষার সৌন্দর্য। । । ।

। । । আশা করি কথাগুলো ভাল লাগবে। ।

। । সন্ধ্যে হল, সন্ধ্যে হল দেখছি চেয়ে প্রথম তারা, সে যেন চায় আমার চোখে তার দুখানি নয়নতারা। । সন্ধ্যে হল, সন্ধ্যে হল এখন ঘরে ফিরছে যারা, তাদের মনে শান্তি আসুক শান্তি আনুক সন্ধ্যে তারা।

। সন্ধ্যে হল, সন্ধ্যে হল ক্লান্ত হয়ে দিন ফুরোল, এখন অবসন্ন যারা তাদের জন্যে সন্ধ্যাতারা। সন্ধ্যে হল, সন্ধ্যে হল কখন তুমি আসবে বল, অপেক্ষাতেই তন্দ্রাহারা থাকবে আকাশ তারায় তারা। । ।

। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।