আমাদের কথা খুঁজে নিন

   

রোদের অঙ্কুর মেখে একগাল সন্ধ্যে

শঙ্খপাপ আমার

এক ঝাঁক কইতর নিয়ে বসে থাকতেন সমগ্র ছাদ, কামিজে সাদা সাদা বিকালিন প্রবাহের খরগোশ; আমি কতদিন পাশ্ববর্তী কইতর হতে চেয়েছিলিম- শুধু গায়ের রঙ ছিল জামকালো। আপনি ছিলেন পড়ন্ত উঠোনে শেষ-সূর্যের নিবিষ্ট পাঠিকা, আমি রোদের শেষ অঙ্কুর মেখে একগাল সন্ধ্যে; নিপা আপা, বিকালের জামায় এখন-ও আমার আস্তিন আঁটে না! বারান্দার কম্পমান বাতাসে আপনার দৃশ্যাবলি কতো মধু-আশা; কান বিন্দাইছিলেন অনেক পরে- আপনার সেকি গভীর নাকিসুর পঁচিশ পেরানো পুরুষ হয়ে আজ-ও কিশোরী কোন হাঁসের কান বিন্দানো দেখি! বইয়ের ফাঁকে ফাঁকে বিরাজিত ধুলি দিয়ে করতলে তৈয়ার করেছিলিম এককালীন ধুলিনদী; বয়সকালীন বাঘ-গম্ভীরতায় চোরাস্মৃতি খরগোশের খোলস! নিপা আপা, আঙুলের বৃন্তে বেহেশত-নরক লুকিয়ে বিশোধন হয়ে যাব প্রথম পলকা পলকা শরীরঘ্রাণ, প্রাথমিক সামাজিক পাঠ। ---------------------- সম্ভবত ২০০৭ এর শেষার্ধ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।