আমাদের কথা খুঁজে নিন

   

আমার পাড়ায় সন্ধ্যে যখন

লেখার মান যাই হউক সব কিন্তু লেখকের নিজস্ব সম্পত্তি

আমার পাড়ায় সন্ধে যখন নামে তোমার পাড়ায় মস্ত আলো সকাল আমার গলি ব্যস্ত সড়ক জুড়ে হয়তো প্রাচীন অন্ধ ভিখেরী থালায় যাদের প্রাণজ ইতিহাস তোমার পাড়ায় তারা গিয়ে পায়ে পায়ে গলার তারে নিপূন ক্লাসিক তোলে তুমি তাদের বোঝো কি বা বোঝো আমরা তাদের থালা ভরে ভালোবাসা বিলাই কেউবা তখন মোঘল বাদশা বাবর কেউবা সিরাজ সব হারানোর দলে সব একাকার সকল গলিতে আমার পাড়ায় সন্ধে যখন নামে তোমার পাড়ার নিয়ন মোড়ে হয়তো অনেক অর্থনীতি রাজনীতিতে মাতাল বিষন্নতা আমার গলির হৃদয় জুড়ে তখন মৌনতা সকাল হলে তুমি এসে দেখতে থাকবে তোমার জন্য আলোর মিছিল, ফুলের মিছিল দালান কোঠা ইটের মিছিল.... তোমার তখন মনের কোণে নানান মেঘের জটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.