আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমায় শাহবাগ থেকে উথলে আসা স্রোত এখন সারা বাংলাদেশে।চিটাগং,সিলেট,ময়মনসিংহ সব স্থানে। রাজাকার কাদেরের ফাঁসির দাবিতে প্রতিবাদ আর মানববন্ধন এখন বগুড়ায়। সংহতি প্রকাশ করতে,মানববন্ধনে অংশগ্রহন করতে, বগুড়ার সব দেশপ্রেমিক আর সচেতন মানুষকে অনুরোধ জানাবো কাল দুপুর ১২ টায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ,বগুড়া র ক্যাম্পাসে চলে আসুন। আবার বলি,আগামিকাল।দুপুর ১২ টায়,স্থান- শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ,বগুড়া। প্রতিবাদ আর স্লোগানে গর্জে উঠুক বগুড়াবাসী।আরেকবার।বারবার.... যোগাযোগ করতে পারেন- ফোন নাম্বার- ০১৮৪৯৯৩৫৩০৩,০১৬৮০১৩০৯৯৭,০১৭৪৭২২০০০০,০১৬৭৪৮৮৯৭৩৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।