কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...
প্রথম যখন সা ইন এ আসি তখন বাম পাশে দেখতাম সারি সারি নাম, কত ব্লগার, কত লোকজন। কিন্তু বুঝতে পারতাম না আসলে কিসের বেসিসে লিষ্ট টা করা হচ্ছে। প্রথমে ভাবতাম যে প্রথমে লগইন করেছে তার টা উপরে। কিন্তু পরে দেখলাম কাহিনী ঠিক না। পরে ধীরে ধীরে বয়স বাড়তে লাগল আর জানতে লাগলাম এই লিষ্ট করা হয় সা ইন এর বয়সের ভিত্তিতে।
এইবার খেয়াল করতে লাগলাম অন্য জিনিষ, কারা কারা পুরনো ব্লগার। আমার উপরে যারা আছেন তারা আমার চেয়ে পুরনো। হাসিব, মিল্টন ভাই, কালপুরুষ, মুহিব ভাই এদের নাম উপরের দিকে থাকে, তার মানে বর্তমান সা ইন এ এরাই সবচেয়ে পুরণো ব্লগার।
গত কয়েকদিন আগে হঠাৎ করেই খেয়াল করলাম, আমার নাম অনেক উপরের দিকে উঠে গেছে, মোটামুটি মাঝামাঝি পর্যায়ে থাকে। এর মানে হচ্চে আমি আস্তে আস্তে ব্লগে পুরনো হচ্ছি, নতুন মানুষ জন আসছে, নতুন দিন, নতুন দিক।
ভালোই।
কিন্তু একটু পরেই যে কথাটা মাথায় আসল সেটা হচ্ছে পুরনো ব্লগার রা যায় কোথায়? তারা কি একটা সময়ের পরে ব্লগে আগ্রহ হারিয়ে ফেলে? তারা কি তাদের পুরনো সাথীদের না পেয়ে চলে যাচ্চেন? তারা কি নতুন ব্লগার দের লেখায় বিরক্ত? নাকি ব্লগ জিনিষটাই এরকম? ২/৩ বছর পরে সে আর তার আকর্ষন ধরে রাখতে পারে না?
উত্তর গুলো জানি না , জানি না কেঊ দিবে কিনা। আমি শুধু জানি, আমি আমার নিজের নাম সবার উপরে কখনও দেখতে চাইনা ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।