আমাদের কথা খুঁজে নিন

   

নারী: গন্তব্য যখন কেবল ফরসা ত্বক আর পুরুষ ধরা !

ছোট্ট একটি স্বপ্ন; হয়তো আকাশ ছোঁবে একদিন...

আমাদের মিডিয়া জুড়ে নারী মুক্তির দাওয়াই দিয়ে চলছেন মিডিয়া প্রভুরা। নারী, তুমি মেরিল সাবান মাখো, তবেই হাত করতে পারবে কোনো রাজপুত্র! স্নো ঘষো, ভালো চাকুরি জুটবে। তুমি মুখস্থ করে নাও এই মহান আয়াত- চামড়া আর পেশীর লাবণ্য ছাড়া পুরুষ মালিকানাময় এই আদিম পৃথিবীতে তোমার মুক্তির সব পথ বন্ধ। ফেয়ার এন্ড লাভলী ঘষে ঘষে ফরসা করে তোল তোমার চামড়া। তবে সংসারে সঙ্গমে মিলবে মুক্তি, মিলবে ক্ষমতা।

পরিবারে তোমার গ্রহণ যোগ্যতা নির্মাণ করে দেবে রাঁধুণি গুড়া মশলা। রাঁধুনির গুনে তুমি সুগৃহিণী হয়ে উঠবে। তোমার গুণের ফিরিস্তি টিফিন ক্যারিয়ার করে পৌঁছে যাবে স্বামীর অফিস পর্যন্ত! লাক্স তোমাকে সুপারস্টার করে দেব। মিডিয়া ঘেরা তোমার পৃথিবীতে লাক্স ঘষা ছাড়া স্টার হওয়ার আর কোনো পথ খোলা নাই। তোমাকে এখন রূপকথার পরীর সাজে দেখতে পাওয়া যায় পত্রিকার পাতায় ।

তোমার পিঠে গুঁজে দেয়া হয়েছে চমৎকার একজোড়া ডানা। নারী, তুমি সাবান মাখো আর রূপকথার পরী হয়ে যাও! আর তারপর নাটকে নামো। বিজ্ঞাপনে যাও। সিম তরকারী টুথপেস্ট মসলার সাথে নিজেও হয়ে ওঠো মসলা। পণ্য।

তোমার অস্তিত্ব , তোমার বেঁচে থাকা হয়ে উঠুক লাক্সময়। প্রসাধনময়। ইউনিলিভারময়। তোমার মেধা প্রজ্ঞা বুদ্ধিমত্তা সৃষ্টিশীলতা নয়, চামড়া-ই হয়ে উঠুক তোমার ভবিষ্যতের নির্মাতা। পুরুষ ক্যাডারবাজির নির্মাতা ও সমর্থনদাতা মিডিয়া তাদের পুরুষ অডিয়েন্সের মধ্যে উৎপাদন করে চলছে ফরসা ত্বক প্রিয় বর্ণবাদী দাসশ্রেনী।

যে শ্রেণীটির কাছে তোমার শ্রেণী পরিচয় অসম্ভব রকম অবমাননাকর। যারা তোমাকে, তেমাদেরকে মানুষের পৃথিবীতে মানুষের মর্যাদায় বসবাসের অযোগ্য ঘোষণা করেছে। আমাদের মিডিয়াপুরুষ আর সামজিকপুরুষের মিলিত হুংকারে তুমি ছোট হতে হতে একবিন্দু হয়ে গেছো। এখন তোমার পৃথিবী কেবল ফরসা ত্বক, জুঁই ফুলের গন্ধমাখা দীঘল কালো কেশ। তোমার প্রতিদিনকার গন্তব্য শুধুই পুরুষ মজানো! আর এই পুরুষ মজিয়ে-ই তোমাকে এখন মুক্তির জানালা খুলতে হয়।

নিজের নিরাপত্তা বিধান করতে হয়। নারী, তোমার বিরুদ্ধে চালিত পুরুষ ক্যাডারবাজির বাহক আমাদের প্রাণপ্রিয় মিডিয়া ও সমাজের যৌথতার এই দেয়াল কি ভাঙবে কখনো? চারকোণা বাক্স উৎপাদিত দীঘল চুল আর ফরসা ত্বক তৈরির ভূয়া প্রতিযোগিতার ময়দান ছেড়ে দিয়ে তোমরা কি হাঁটতে পারবে সৃষ্টিশীলতা আর সৃজনশীলতার পথে। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি হবে কি নারীশিশুকে মানুষ হিসাবে গড়ে তোলার বিকল্প সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিমন্ডল? যে পরিমন্ডলে জন্ম নিয়ে একজন নারীশিশু তার সামনে আবিষ্কার করবে এমন এক পৃথিবী, যেখানে তার শ্রেণী পরিচয় হবে কেবলই একজন মানুষ! যেখানে তোমাকে মুখস্থ করতে হবে না পুরুষক্যাডারবাজির ময়লা বাণী। যেখানে তোমার জ্ঞান, পরিশ্রম আর বুদ্ধিমত্তা-ই নির্মাণ করে দেবে উজ্জ্বল ভবিষ্যতের প্রশস্ত রাস্তা। নাসিমূল আহসান, শিক্ষার্থী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.