"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
হবে না, একে দিয়ে কিছু হবে না। ভাব দেখায়, কিন্তু ভেতরে কিছু নেই।
ভেতরে কি থাকলে কিছু হওয়ানো যায় ভাবতে থাকে আমাদের নায়ক বা নায়িকা।
রোদ ঝলসে যাওয়া পথে সে শুনতে পায় এই গরম ও সহ্য করতে পারো না! কোন দেশে জন্ম নিয়েছো!! নাহ্, তোমারে দিয়ে কিছুই হবে না।
কোন কিছু মেনে নেয়ার মতো ক্ষমতাই আল্লাহ তোমাকে দেয়নি।
এভাবে কিছু না পারতে পারতে নেশা একার চেষ্টায় ছাড়া, তারপর কিছু না পড়তে পড়তে অনেক দিগ্বিদিক পাশ দিয়ে অনেকের চাইতে ঘ্যামচেক পজিশন।
হবে না হবে না, বিয়ে কপালে নেই করতে করতে বিয়ে, সংসার টিকবে না যা স্বভাব- টিকে যায় তো!! এর সাথে কে প্রেম করবে?? তবু তো ঝোলাতে কম জমে না!!
মনুষ্যত্ব বলে কিছু নেই- তবু তো চোখ মোছে অন্যের জন্যে। আসলে কি কিছুই নেই তার মাঝে??
ক্লান্ত লাগে- ভীষণ ক্লান্ত; সকাল থেকে রাত একঘানিতে জোড়া, এক কথা এক মুখ, একই একই দিন....অহেতুক খেলা, সব খাবলে নেয়।
এ কি মুম্বাইতে সন্ত্রাসী হামলা?? এমন তো হবার কথাই।
বিশ্বে সারা বছর যত অস্ত্র তৈরী হয় সেগুলো বিকোনোর একটা ব্যবস্থা করতে হবে তো!! এরশাদের অন্তিম ইচ্ছা আরেকবার প্রেসিডেন্ট হওয়া, ঠোঁট মুচড়ে হাসি আসে। সন্ত্রাসীরো জীবনের লক্ষ্য আছে, একটা আদর্শ আছে।
সে না কি, আমাদের নায়ক বা নায়িকা যে বরাবরই নিজের সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে সমস্যায় পড়েছে কারণ সে জেন্ডার নিয়ে বদারড না যতটা বদারড "মানুষ" কি না এ ব্যাপারটা নিয়ে, ও যা বলছিলাম আমাদের নায়ক বা নায়িকার মাঝে না কি শ্রদ্ধা ব্যাপারটা একদম নেই। কাকে করবে শ্রদ্ধা?সবার ভেতরে আলো ফেললে মজে যাওয়া পাতকুয়ার অন্ধকার, অনাব্যতা।
হেঁড়ে গলার গানে গায়ক/গায়িকা হওয়া যায় না।
ভেতর থেকে না এলে গিটারিস্ট হওয়া যায় না, এত সহজ নয় আইয়ূব বাচ্চু হওয়া।
স্থিরতা নেই, চিন্তার মাঝে নেই পরিচ্ছন্নতা।
দেহজ বিষয়ে কখনো প্রবল আগ্রহী, কখনো নির্বিকার, সেখানেও অস্থির...চূড়ান্ত মুহূর্তে সে ধরে জানালার ফাঁকে আকাশের রং...ফ্রি সেক্স সাইটগুলোতে ও নান্দনিক কিছু নেই তো!
মানুষ নেই কথা বলার, সঙ্গী নেই মনের বোঝা বইবার, ক্ষমতা নেই পালাবার, সে যে কি করে সে নিজেও জানে না। নির্বাচন হলে কি হবে?
কিছু কি বদলায়? সে তার এত বছরের জীবনে একটি মানুষকে সুন্দরের পথে আনতে পারেনি, তার বাঁচার প্রয়োজনীয়তা কি? কেন জীবন অমূল্য? ১৮-২০বছরের ছেলেরা তার সামনে নারীকে কটুক্তি করে যায়, সে সয়। ছেলে হিসেবে ঐ ছেলেদেরও তো বোঝাতে পারেনি ডোন্ট বি লিডেড বাই ফিজিক, তোমার আত্মা ব্যবহার কর...নারী হিসেবে সে বেজন্মাদের সংখ্যা বৃদ্ধিতেই সহায়তা করেছে বারবার তার গর্ভকে ব্যবহৃত হতে দিয়ে।
যে দেশে রাজাকার গণতন্ত্র প্রতিষ্ঠার লিজ নেয়, যে দেশে তারেক চুরি করেনি বলে প্রমাণ হয় সে দেশে আমাদের নায়ক/নায়িকা কুলাঙ্গার বা বেজন্মা কি দরকার নিঃশ্বাস নেবার?? লাইফ সাপোর্ট সরিয়ে নেই কলম বন্ধ করে। ফাটুক গ্রেনেড বোমা, সে মুম্বাই বা পল্টন যাই হোক, নায়ক হলে লুঙ্গির উপর দিয়ে দু'পায়ের মাঝের তৃতীয় ঠ্যাঙ নাড়াবে, আর নায়িকা হলে বোরকার আড়ালে ধর্ম রক্ষা করবে।
টু টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন.....গিট্টু লাগলো রাম গিট্টু...ছাড়ানোর উপায় নেই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।