প্রশান্ত মহাসাগরে মার্কিন উপস্থিতি সহ্য করবে না চীন। এশিয়া-প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে মিত্র দেশগুলোর সহায়তার জন্য যুক্তরাষ্ট্র যে সামরিক উপস্থিতি গড়ে তুলতে চাইছে তা নিজেদের ধ্বংস ডেকে আনবে। এমন মন্তব্য করেছেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ওয়েনি ম্যাডসেন।
চীনের সঙ্গে জাপান ও পার্শ্ববর্তী কয়েকটি দেশের সঙ্গে সমুদ্রসীমা ও দ্বীপ নিয়ে বিরোধের জের ধরে যুক্তরাষ্ট্র এসব দেশকে সামরিক সমর্থন দিচ্ছে। এর অংশ হিসেবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সামরিক উপস্থিতি জোরদার করছে।
এ সম্পর্কে সাংবাদিক ওয়েনি ম্যাডসেন বলেন, যুক্তরাষ্টেরে উপকূলের কাছে যেমন চীনের সামরিক উপস্থিতি মেনে নেবে না তেমনি যুক্তরাষ্টের এই উপস্থিতিও মেনে নেবে না চীন। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে তিনি এসব কথা বলেছেন।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর চীনা ও মার্কিন যুদ্ধজাহাজের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর পর থেকে দু’দেশের মধ্যে বাগযুদ্ধ লেগেই রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।