আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির আড়ালে......২১-১০-০৮

বাস্তব জগৎ আর স্বপ্নের সমন্বয়কারী

হে বন্ধু , হে বন্ধু দিনের চব্বিস ঘন্টার মাঝে অবসাদে যখন নেমে আসে ঘুম, মনে পড়ে যায় চিরচেনা সেই বন্ধুর মুখ। রাতের আড়ালে স্বপ্নের আড়ালে থাকি আমি সারাক্ষন চিরচেনা সেই বন্ধুর মুখ বন্ধু কোথায়? হে বন্ধু , হে বন্ধু। যতোদিন তুমি ছিলে আমার পাশে জগৎ টি ছিলো আলোকোজ্জ্বল পৃথিবীটা ছিলো রঙিন, তারি মাঝে তোমার এই নিস্তব্ধতা কেমন যেন আমাকে করে তোলে স্বপ্নীল। যতদিন তুমি ছিলে আমার পাশে চারিদিকে ছিলো অপুর্বতা মনে ছিল অফুরন্ত চাওয়া তারি মাঝে তোমার এই শূন্যতায় কেমন যেন আমি হয়ে গেলাম ছন্নছাড়া। যতদিন তুমি ছিলে আমার পাশে গাছগাছালি গুলো ছিলো ফলে পরিপূন্য মনের জানালায় ছিলো কোলাহল তারই মাঝে তোমার এই চলে যাওয়ায় হয়ে গেলাম আমি পথহারা। চাওয়া শুধু থেকে গেলো চাওয়া হলো না কোনোদিন তা পাওয়া বন্ধুত্বের থেকে সরে গিয়ে তুমি এনে দিলে অশ্রুর ঝরনাধারা। হে বন্ধু, হে বন্ধু....(২১-১০-০৮)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।